২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:১০/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৪:১০ পূর্বাহ্ণ

লামা উপজেলায় সদস্য সংগ্রহ অভিযাত্রা-২০২০ শুরু হয়েছে, সকল ষড়যন্ত্র রুখতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃত্বে পার্বত্যবাসী ঐক্যবদ্ধ

     

মো.কামরুজ্জামান, লামা (বান্দরবান) 

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লামা উপজেলায় সদস্য সংগ্রহ অভিযাত্রা-২০২০ শুরু হয়েছে। ২২ জুলাই দুপুরে লামা প্রেসক্লাব হলরুমে এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় নেতা মো: মিজানুর রহমান। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লামা উপজেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা সার্জেন্ট (অব:) আ: আজিজ এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মো.কামরুজ্জামন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ন প্রচার সম্পাদক এম রুহুল আমিন, বান্দরবান জেলা কমিটির নেতা শাহ জালাল, সাবেক নৌ বাহিনী সদস্য জাহাঙ্গীর আলম খান প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সদস্য সংগ্রহ অভিযাত্রা অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীর জনকের নেতৃত্বে মহানস্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তে রঞ্জিত এবং ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে
অর্জিত স্বাধীন ভ‚-খন্ডের অবিচ্ছিদ্দ অংশ পার্বত্যাঞ্চলকে নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ঐক্যবদ্ধ রয়েছে। পার্বত্যাঞ্চলে সন্ত্রাস,চাঁদাবাজ দেশদ্রোহি চিহ্নিত মহলটিকে সবাই চিনে। যাঁরা মুখে অসাম্প্রদায়িকতার বুলি ছাড়েন, আবার অন্তরে সাম্প্রদায়িকতা লালন করে; তারাও সর্বমহলে চিহ্নিত হয়েছেন।
বক্তারা বলেন, দলমত, বর্ণ বৈষম্য ভুলে পাহাড়ে বসবাসকারী সকল জনগোষ্ঠির সমঅধিকার প্রতিষ্ঠা, ভুমিহীনদের মাঝে ভুমি বরাদ্দ, মনগড়া তথাকতিথ ভুমি কমিশন বাতিল করে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, ছাত্র পরিষদসহ পার্বত্যাঞ্চলে বসবাসকারী সকল দেশ প্রেমিক নাগরিক ঐক্যবদ্ধ হয়েছে।
যাঁরা স্বজাতির অধিকার ও উন্নয়নের নামে পাহাড়ে অশান্তি সৃষ্টি করে নিজেদের আখের গোছাচ্ছে, পাহাড়ের বসবাসকারীদের কাছে তাদের মূখোশ উম্মোচিত হচ্ছে। পার্বত্যাঞ্চল তথা সরকার বিরোধী যে কোন ষড়যন্ত্র’র বিরুদ্ধে পার্বত্যবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply