৮ মে ২০২৪ / ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:০৬/ বুধবার
মে ৮, ২০২৪ ৯:০৬ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় ৮ বায়োগ্যাস প্লান্টের উদ্বোধন

     

জাহেদুর রহমান সোহাগ,রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় ১৫০ থেকে ৫০০ সিএফটি’র (ঘনফুট) বিভিন্ন রকমের ৮টি বায়োগ্যাস প্লান্টেরে উদ্বোধন হয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ রাজা নগর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি, ব্রাক্ষণ পুকুর পাড় ও সোনারগাঁও এলাকায় এসব প্লান্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহামদ ছৈয়দ তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মামুন, বায়োগ্যাস প্লান্টের উপসহকারি প্রকৌশলী পার্বন চাকমা, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা খায়রুল আলম, জামাল উদ্দিন, বায়োগ্যাস প্লান্টের মফিজ উল্লাহ, খোরশেদ আলম, বায়োগ্যাস প্লান্টের মালিক জসিম উদ্দিন তালুকদার, পিয়াল বড়ুয়া, জাহাঙ্গীর আলম, সুজিত পাল, কুসুম বেগম, কাউসার আলম, খোরশেদ আলম, শামসুল আলম প্রমুখ। প্রতিটি প্লান্টে প্রত্যেক মালিককে ৫ হাজার টাকা করে সরকারিভাবে অনুদান দেয়া হয়।

উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা খায়রুল আলম বলেন , “ চট্টগ্রামের একমাত্র রাঙ্গুনিয়া উপজেলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত বায়োগ্যাস প্লান্ট প্রকল্পটি বাস্তবায়ন করছেন।’ প্লান্টের গরুর গোবর ছাড়া পাখি ও মুরগীর বিষ্টা দিয়ে বায়োগ্যাস উৎপাদন হবে। বায়োগ্যাস প্লান্টে আগ্রহীদের অনুদানের পাশাপাশি সহজভাবে ঋণও দেয়া হচ্ছে।”

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply