৭ মে ২০২৪ / ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:২৯/ মঙ্গলবার
মে ৭, ২০২৪ ২:২৯ অপরাহ্ণ

পেকুয়ায় প্রকাশ্যে মহিলার সর্বস্ব ছিনিয়ে নেওয়ার অভিযোগ-আটক-১

     

এস. এম. ছগির আহমদ আজগরী

কক্সবাজারের পেকুয়ায় প্রকাশ্যে মহিলার সর্বস্বঃ ছিনিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনায় সংশ্লিষ্টতা ও ওয়ারেন্ট মুলে ১ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ধৃতের নাম মোঃ সমশুল আলম(৪২)। সে উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিন মেহেরনামা বলিরপাড়া এলাকার মৃত মোঃ ইসলামের পুত্র। থানায় দায়েরকৃত বাদীর এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিন মেহেরনামা বলিরপাড়া এলাকার নেজাম উদ্দিনের স্ত্রী রুবি আখতার(২৬) ২ মে ডিপিএস এর টাকা জমা দিতে পেকুয়া কলেজ গেইট চৌমুহুনীতে যান। এসময় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মৃত নজির আহমদের পুত্র ছমিউদ্দিন, রহিম উদ্দিন, মৃত মোঃ ইসলামের পুত্র সমশুল আলম, ছমিউদ্দিনের স্ত্রী নিলুফা আকতার ও কমরু বেগমের নেতৃত্বে সংঘবদ্ধ লোকজন রুবি আকতারকে স্থানীয় মসজিদ মার্কেটের সামনে একা দেখতে পেয়ে পূর্ব পরিকল্পিতভাবে পথরোধ করে অতর্কিতে হামলা চালিয়ে আহত করে মাটিতে ফেলে দেয়। পরে, তার সাথে ব্যাগে থাকা নগদ সাড়ে ১০হাজার টাকা, কানে পরিহিত ৪আনা ওজনের স্বর্নের কানফূল (স্বর্নালংকার) ছিনিয়ে নেয়। এসময় আক্রান্ত রুবি আকতারের শৌর চিৎকারে পথচারীরা ঘটনাস্থলের দিকে আগাইয়া আসিলে হামলা ও লুন্ঠনকারীরা দ্রুত সটকে পড়ে। এঘটনায় জড়িতদের নামোল্লেখ করে তিনি থানায় অভিযোগ দায়ের করলে অভিযোগের তদন্ত কর্মকর্তা এ এস আই মনিতোষ চাকমা গত ৪ মে জিবনের ঝুকি নিয়ে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৫নং আসামী ওয়ারেন্টভুক্ত সমশুল আলমকে গ্রেপ্তার করে পরদিন ৫ মে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সৌপর্দ্দে জেলহাজতে প্রেরণ করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply