৬ মে ২০২৪ / ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:৩৯/ সোমবার
মে ৬, ২০২৪ ১:৩৯ অপরাহ্ণ

আওয়ামী লীগের ঐতিহাসিক নিরঙ্কুশ জয়

     

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার ২৯৯টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৩টি কেন্দ্রে ফলাফল স্থগিত থাকায় ওই আসনে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে।ঘোষিত ২৯৮টি আসনের মধ্যে ২৫৯টি আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ। আর সব মিলিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ২৮৮টি আসন। এর মধ্যে এরশাদের জাতীয় পার্টি পেয়েছে ২৩টি আসন।

অন্যদিকে, বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে ৭টি আসন। এর মধ্যে বিএনপি ৫টি এবং গণফোরাম ২টি আসন পেয়েছে।

অন্যান্য দলগুলোর মধ্যে স্বতন্ত্র ৩টি, ওয়ার্কার্স পার্টি ৩টি, জাসদ ২টি, বিকল্পধারা ২টি, গণফোরাম ২টি এবং তরিকত ফেডারেশন ও জেপি পেয়েছে ১টি করে আসন।এ ছাড়া প্রার্থীর মৃত্যুজনিত কারণে গাইবান্ধা-৩ আসনে আগামী ২৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply