৪ মে ২০২৪ / ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:০৭/ শনিবার
মে ৪, ২০২৪ ৮:০৭ পূর্বাহ্ণ

লামায় পঞ্চম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি প্রশিক্ষণ ক্যাম্প সম্পন্ন

     

মোহাম্মদ ফরিদ উদ্দিন
বাংলাদেশ স্কাউট লামার উদ্যোগে পঞ্চম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি প্রশিক্ষণ ক্যাম্প সম্পন্ন হয়েছে। লামামুখ উচ্চ বিদ্যালয়ে ৩ দিনের উক্ত প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনি গত বুধবার অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনে উপজেলার ১০ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ জন স্কাউটস সদস্য অংশ নেয়।বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে অংশ গ্রহনকারিদের মধ্যে সনদ বিতরন করেন। উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটস সভাপতি খিনওয়ান নু’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাপনি অনুষ্ঠানে অন্যদের মধ্যে মিসেস জেলা প্রশাসক সুবর্ণা বণিক, সহকারি কমিশনার (ভুমি) ছায়েদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভুঁয়া, স্কাউট সম্পাদক মোঃ ইয়াহিয়া বাবুল, স্কাউট কমিশনার এ,এম, ইমতিয়াজ বিশেষ অতিথি ছিলেন। ৩ দিনের প্রশিক্ষণ ক্যাম্পের প্রশিক্ষক ছিলেন, বান্দরবান জেলা স্কাউট কমিশনার বেলাল হোসেন, সম্পদ বড়ুয়া, মন্জুর রহমান, মোহাম্মদ আলম, সুলতান মোঃ এরশাদ, মোহাম্মদ আলী ও সাইফুল ইসলাম।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply