১৪ মে ২০২৪ / ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:৩৭/ মঙ্গলবার
মে ১৪, ২০২৪ ৫:৩৭ পূর্বাহ্ণ

শিবির পরিচয়ে রাবিতে টাকা ছিনতাই করলো দূর্বৃত্তরা

     

উমর ফারুক
রাবি প্রতিনিধি:
শিবির আখ্যা দিয়ে দূর্বৃত্তরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীর টাকা ছিনতাই করেছে। মঙ্গলবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের সামনে ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে বলে জানায় ভুক্তভোগী রুহুল আমিন।
ভুক্তভোগী রুহুল আমিন বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী।
ভুক্তভোগী আরো জানান, আমি বিনোদপুর থেকে ক্যাম্পাসে ফেরার পথে মেডিকেল সেন্টারের সামনে আসলে তিনজন অপরিচিত মোটরসাইকেল আরোহী আমাকে ডাক দিয়ে বিভিন্ন প্রশ্ন করে। এক পর্যায় আমাকে শিবির বলে অপবাদ দিয়ে হলে নিয়ে যাবার কথা বলে বদ্ধভূমি দিকে নিয়ে যায়। তারপর ছুড়ি দেখিয়ে আমার কাছে থাকা টাকা, মোবাইল ফোন, এবং বিক্যাশ একাউন্টের পাসওয়ার্ড নিয়ে যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, বিষয়টি আমাকে জানানো হয়নি। আমি প্রশাসনের সাথে যোগাযোগ করছি। আশা করি অপরাধীদের দ্রুত শনাক্ত করতে পারব।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply