৩০ এপ্রিল ২০২৪ / ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:৪৩/ মঙ্গলবার
এপ্রিল ৩০, ২০২৪ ১:৪৩ পূর্বাহ্ণ

কুড়িগ্রামে বৈশাখের রং ছিটানোয় শিশু নির্যাতন মামলার আসামী ২ দিন অতিবাহিত হলেও পুলিশ গ্রেফতার করতে পারেনি

     

 

সাইফুর রহমান শামীম
কুড়িগ্রামে পহেলা বৈশাখের রং ছিটানোর ঘটনায় ক্ষিপ্ত হয়ে মাসুদ নামে এক শিশুকে খুটির সাথে বেঁধে নির্যাতনের ঘটনায় ভুরুঙ্গামরী থানায় মামলা হওয়ার ২ দিন অতিবাহিত হলেও পুলিশ গ্রেফতার করতে পারেনি।
শিশু মাসুদের পিতা মফিজুল শুক্রবার রাতে ডেকোরেট ব্যবসায়ী আলমসহ তার সহযোগী দুই জনের নাম উল্লেখ করে ভুরুঙ্গামারী থানায় মামলা দায়ের করেছে। মামলা হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এদিকে নির্যাতিত শিশু মাসুদের পিতা মফিজুল ইসলাম অভিযোগ করেন থানায় মামলা করায় আসামীরা তাকে মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকী-ধামকী দিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ তাপস চন্দ্র পন্ডিত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশুর পিতা মফিজুল ইসলাম থানায় এসে ডেকোরেট ব্যবসায়ী আলম, ফরিদ ও বংতার নাম উল্লেখ করে শিশু নির্যাতনের মামলা করেছে। আমরা আসামীদের ধরার চেষ্টা অব্যাহত রেখেছি।
উল্লেখ্য, শুক্রবার সকাল ১০টার দিকে ভুরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজার এলাকায় শিশু নির্যাতনের এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, ভুরুঙ্গামারী উপজেলার পাটেশ্বরী বাজারে অন্যান্য শিশুদের সাথে মাসুদ (১০) নামের এক শিশু পহেলা বৈশাখের আনন্দে রংয়ের খেলা খেলছিল। এর এক পর্যায়ে পাটেশ্বরী বাজারের ডেকোরেটর ব্যবসায়ী আলমের গায়ে রংয়ের ছিটা লাগে। এ ঘটনায় আলম তার সহযোগীদের নিয়ে মাসুদকে দোকানে খুটির সাথে বেঁধে নির্যাতন করে। মাসুদ পাটেশ্বরী বাজার এলাকার মফিজুল হকের পুত্র।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply