২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:৪৫/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১:৪৫ অপরাহ্ণ

আমিরুল কবির চৌধুরী ছিলেন একজন মানবতাবাদী মানুষ

     

 

২১ মে সোমবার চট্টগ্রাম নগরীর দামপাড়াস্থ এজিএস ফাউন্ডেশনের কার্যালয়ের হল রুমে এজিএস ফ্যামিলির উদ্যোগে বিচারপতি আমিরুল কবির চৌধুরীর স্মরণ সভা ও ইফতার মাহফিলে প্রধান অতির্থি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, বিচারপতি আমিরুল কবির চৌধুরী ছিলেন একজন মানবতাবাদী মানুষ। তিনি জীবদ্দশায় মানুষের কল্যাণ,মানবিক উন্নয়নে কাজ করে গেছেন। তাঁর হাতেই বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা হয়েছে। বিচারিক জীবনে থেকেও তিনি সামাজিক উন্নয়ন সমাজ হিতৈষী কাজে সবসময় সম্পৃক্ত থেকেছেন। এই মানুষটির জীবন অনুসরণে আগামী প্রজন্ম মানবাধিকার প্রতিষ্ঠায় একটি দর্শন খুঁজে পাবে। বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিশনের চট্টগ্রাম বিভাগের গভর্ণর ও এজিএস ফ্যামিলির চেয়ারম্যান লায়ন সিতারা গফফার। সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট ফয়জুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিএইচআরসি’র ডেপুটি গভর্ণর আমিনুল হক বাবু, চকরিয়া সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন, এজিএস ফ্যামিলির নাঈমুল কাদের চৌধুরী, মোহাম্মদ জানে আলম, সাংবাদিক আবুল মনছুর, এড. নাজমুল ইসলাম, মনোয়ার আহম্মেদ, এরফান উদ্দিন, কাজী সাইফুল হাসান, মঞ্জুর কাদের প্রমূখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply