২ মে ২০২৪ / ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:২৫/ বৃহস্পতিবার
মে ২, ২০২৪ ৪:২৫ অপরাহ্ণ

এডভোকেট মোহাম্মদ আবুল আশরাফের মৃত্যুতে শোক

     

আল-হেলাল,সুনামগঞ্জ থেকে 

সুনামগঞ্জ শহরের মোক্তারপাড়া আবাসিক এলাকা নিবাসী বিশিষ্ট ব্যাবসায়ী মরহুম শাহজাহান মিয়ার ৪র্থ পুত্র বিশিষ্ট আইনজীবি এডভোকেট মোহাম্মদ আবুল আশরাফ (৫২) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন। রোববার রাত ১১টায় আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। সোমবার বাদ জোহর সুনামগঞ্জ পূর্ব বাজার জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে শহরের শান্তিবাগ আবাসিক এলাকাধীন কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তাৎক্ষনিক খবরে মরহুমের নামাজে জানাযায় হাজার হাজার মানুষ অংশগ্রহন করেন। ব্যক্তিগতভাবে তিনি ছিলেন সদালাপী হাস্যজ্জল একজন অতি ভদ্র শান্ত স্বভাবের মানুষ। লোভ লালসা ও রাগ হিংসার বিরুদ্ধে তিনি নিজেকে অনুকরনীয় ও অনুস্মরনীয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন। আইন পেশায় তার আদর্শ ও সততা সাধারন মানুষের কাছে তাকে আজীবন স্মরনীয় করে রাখবে। মৃত্যুকালে তিনি স্ত্রী এডভোকেট লাবনী বেগম ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে যান। জীবদ্ধশায় বাংলাদেশ মানবাধিকার কমিশন সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি,জেলা আইনজীবি সমিতি ও কোয়ান্টাম ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত ছিলেন। তার মৃত্য সংবাদ শুনে ঢাকার ফ্লাইট বাতিল করে সুনামগঞ্জ ৪ নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ,সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ তার বাসভবনে ছুটে যান। তারা মরহুম এডভোকেট মোহাম্মদ আবুল আশরাফ এর আত্মার মাগফেরাত ও তার শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি এডভোকেট আবুল আশরাফের বড় ভাই দীর্ঘদিন যাবৎ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ব্যাংক কর্মকর্তা কাওসার আহমেদ এর শারীরিক সুস্থতা কামনা করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply