৭ মে ২০২৪ / ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:৩৪/ মঙ্গলবার
মে ৭, ২০২৪ ৬:৩৪ অপরাহ্ণ

রাবিতে বর্ণিল আয়োজনে চৈত্রসংক্রান্তি উৎযাপন

     

রাবি প্রতিনিধি:                                                                                                                                                         আজ ৩০ চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দের শেষ দিন। বাঙ্গালী ঐতিহ্য চৈত্র মাসের শেষ এ দিনকে বলে চৈত্রসংক্রান্তি। দিনটিকে উৎযাপনে উৎসবের মেতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগ।
দিনটি উপলক্ষে শুক্রবার বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয় সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে তারা এ আয়োজন করে।
বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আরাফাতুল জান্নাত নওরীন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা নাজনীন। এসময় তিনি বলেন, চৈত্রসংক্রান্তি আবহমান গ্রামবাংলার হাজার বছরের ঐতিহ্য চিরায়ত উৎসবের দিন।সময়ের স্রোতে চৈত্রসংক্রান্তি উদযাপনের রেওয়াজ এখন হারিয়ে যাওয়ার পথে। হারিয়ে যাওয়া এ সংস্কৃতিকে তুলে ধরায় আমাদের মূল উদ্দেশ্য। এরপর নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আদিল হাসান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, বিভাগের সহযোগী অধ্যাপক কাজী রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক কে.এম.মেরকাতুল ইসলাম, মো. লিটন হোসেন, অভিজিৎ রয়, আলতাফ হোসেন প্রমুখ। পরবর্তীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তারা। এ সময় সেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ক্যাম্পাসে যখন সবাই নতুন বছরকে বরণ করতে প্রস্তুতি নিচ্ছে সেখানে এ বিভাগ চৈত্র সংক্রান্তি উৎযাপন নিয়ে ব্যস্ত। কারণ জানতে চাইলে বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নূর মুর্শিদা রাসূল বলেন, এটি আমদের বিভাগের ঐতিহ্য। আমরা সংস্কৃতির মূলকে তুলে ধরতে চাই।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply