২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:৪৪/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১১:৪৪ পূর্বাহ্ণ

সেতু নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

     

 

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়ার ররুমতি নদীর উপর এবং দোহাজারীতে শঙ্খ নদীর উপর প্রাচীন জরাজীর্ণ সেতুর স্থানে নতুন করে আধুনিক নির্মাণশৈলীসম্পন্ন সেতু নির্মাণের দাবি জানিয়ে  আজ চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মাধ্যমে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন চন্দনাইশ উন্নয়ন ফোরাম চট্টগ্রাম। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চন্দনাইশ উন্নয়ন ফোরাম চট্টগ্রামের সভাপতি মাওলানা রেজাউল করিম তালুকদার, সাধারণ সম্পাদক ইতিহাস গবেষক সোহেল মো. ফখরুদ-দীন, সহ-সভাপতি মোহাম্মদ আবদুর রহিম, এ কে এম আবু ইউসুফ, অ্যাডভোকেট খায়ের আহমদ, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, নবাব আলী, আবদুল করিম, দিদারুল আলম, সুমন বড়–য়া, কাজল বড়–য়া, নয়ন চৌধুরী, ডা. লিটন বড়–য়া, অনুকর বড়–য়া, নজরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ নুরুল আলম প্রমুখ। প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রাচীন নাম চট্টগ্রাম-কক্সবাজার শাহসুজা সড়কে প্রাচীন আমলে নির্মিত সেতু দুইটি বর্তমানে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। অসাবধানতার কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা এড়াতে জরুরি ভিত্তিতে শঙ্খ নদীর উপর নতুন সেতু ও বরুমতি নদীর উপর নতুন সেতু দুইটি নির্মাণ সময়ের দাবিতে পরিণত হয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী ও মালবাহী গাড়ি চলাচল করে। পর্যটননগরী কক্সবাজার ও পাহাড়ের শহর বান্দরবানে প্রতিদিন শত শত পর্যটকবাসী গাড়ি এ সড়ক দিয়ে চলাচল করে। সড়কটি একাধিকবার উন্নয়ন ও সংস্কার হলেও সেতুগুলোর উন্নয়ন সংস্কার হয়নি কোনোসময়। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ বিষয়ে নজর দেওয়ার জন্য স্মারকলিপি প্রদানের মাধ্যমে দোহাজারীতে শঙ্খ সেতু ও গাছবাড়িয়ায় বরুমতি নদীর উপর সেতু নির্মাণে দৃষ্টি আকর্ষণ করছি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply