২৮ এপ্রিল ২০২৪ / ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:৫৯/ রবিবার
এপ্রিল ২৮, ২০২৪ ৩:৫৯ পূর্বাহ্ণ

হলদিয়ায় মশারী বিতরণ ও আলোচনায় সভায় এ.বি.এম ফজলে করিম চৌধুরী এম.পি আগামী প্রজন্মের হাত ধরেই এগিয়ে যাবে শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ

     

 

আজকের প্রজন্মের মেধাবী শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে। বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রজন্মের মেধাবীরাই দেশকে এগিয়ে নেবে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে মেধাবী শিক্ষার্থীরা অগ্রনী ভূমিকা পালন করবে। সবুজ শ্যামল শান্ত আধুনিক গোলাপী রাউজান বিনির্মানের মধ্যে দিয়েই শেখ হাসিনার ভিশন বাস্তবায়নের মাধ্যমে কাঙ্খিত স্বাধীনতার সুফল বাস্তবায়ন সম্ভব হবে। তরুণ প্রজন্মদের মুক্তিযুদ্ধের চেতনায় আধুনিক বাংলাদেশ ও আধুনিক রাউজান নির্মানে এগিয়ে আসতে হবে। কারণ আগামী প্রজন্মের হাত ধরেই এগিয়ে যাবে স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ। রাউজান উপজেলার হলদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মশারী বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ.বি.এম ফজলে করিম চৌধুরী এম.পি উপরোক্ত মন্তব্য করেন।

হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গত ১৮ মার্চ শনিবার বিকাল ২টায় উপজেলাধীন হলদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মশারী বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাউজান থেকে বার বার নির্বাচিত সফল সাংসদ, রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এম.পি। প্রধান অতিথির বক্তব্যে ফজলে করিম এম.পি আরো বলেন, রাউজান উপজেলা এখন সমগ্র বাংলাদেশের একটি শান্তির জনপদের নাম। এই শান্তির জনপদকে আরো সমৃদ্ধময় করতে মেধাবী শিক্ষার্থীদের ও তরুণ প্রজন্মদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে। সভায় ফজলে করিম চৌধুরী এম.পি বিদ্যালয়ের উন্নয়নে একাডেমিক ভবন, হচ্ছার ঘাট ব্রীজ ও বড়–য়া পাড়াস্থ কমিটি বাজার সংলগ্ন সেতু নির্মানের ঘোষনা দেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের চেয়াম্যান এ.কে.এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। সভায় বিশেষ অতিথি ছিলেন, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হোসেন, হলদিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আবু জাফর শিকদার, বিশিষ্ট সমাজসেবী ও দানবীর অনুত্তর বড়ুয়া। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ আলী মেম্বার, সাহাব উদ্দীন সাবু, শামসুল আলম মাষ্টার, এস.এম মুসা, দেলা মিয়া,সাহাব উদ্দীন, আবুল কাশেম (কালু ফকির) মাইজভান্ডারী, নুর মোহাম্মদ, মিলন বড়ুয়া, ইউনিয়ন যুবলীগ সভাপতি মনচুর আলম, সহসভাপতি মিজানুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন রাজু, জাহেদুল আলম হিরু। আলোচনা সভা শেষে প্রধান অতিথি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এম.পি স্থানীয় জনসাধারনের মাঝে কীটনাশক মুক্ত মশারী বিতরণ করেন এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে বিদ্যালয়ের শহীদ মিনার চত্ত্বরে ফটোসেশনে অংশ নেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply