২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:৩০/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ

সীতাকুণ্ডে অবকাঠামোগত উন্নয়নে ৭ কোটি টাকা বরাদ্ধ

     

সীতাকুণ্ডে ৯টি ইউনিয়ন রয়েছে। ৯ টি ইউনিয়নে রাজস্ব খাত থেকে ৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এই বরাদ্দ উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব এসএম আল মামুন সাহেবের অধীনে দেওয়া হয়।
এই বরাদ্দকৃত টাকা রাস্তাঘাট সহ সার্বিক উন্নয়নে খাতে ব্যবহার হবে।
সৈয়দপুর ইউনিয়নে ৬১ লাখ ৭৫ হাজার , বারৈয়াঢালা ইউনিয়নে ৮৩ লাখ ৮৭ হাজার,মুরাদপুরে ৫৫ লাখ ৪ হাজার টাকা,বাড়বকুণ্ডে ৯৮ লাখ ৬০ হাজার, বাঁশবাড়িয়ার জন্য ৬৪ লাখ ৭০ হাজার টাকা,কুমিরার জন্য ৫১ লাখ ৭০ হাজার,সোনাইছড়ি ইউনিয়নে ৭৬ লাখ ৬২  হাজার,  ভাটিয়ারী ইউনিয়নে ৬৫ লাখ ৫৬ হাজার  এবং সলিমপুর ইউনিয়নে ৭৬ লাখ ৬৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
আলহাজ্ব এসএম মামুন বাংলাপোস্টবিডি.কম এর প্রতিবেদককে জানান, উপজেলার বরাদ্দকৃত টাকা সার্বিক উন্নয়ন কাজে ব্যবহার হয়ে পুরো সীতাকুণ্ডকে পাল্টে দিবে। ইতিমধ্যে অনেক মাদ্রাসা,মসজিদে,মন্দিরে বরাদ্দকৃত টাকার চিঠি হস্তান্তর করা হয়েছে। উপজেলায় নারী উন্নয়নে কাজে বরাদ্দ দেওয়া হয়েছে। এতে বরাদ্দ দেওয়া হয়েছে ১৭ লাখ ৮৬ হাজার ৩৮৮ টাকা।
সীতাকুণ্ডবাসীর স্বপ্ন পূরণে আরেক ধাপ এগিয়ে যাবে মনে করেন তিনি।
বরাদ্দকৃত অর্থ বছরে এবার বাড়বকুণ্ড ইউনিয়নে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply