৩০ এপ্রিল ২০২৪ / ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১০:১১/ মঙ্গলবার
এপ্রিল ৩০, ২০২৪ ১০:১১ অপরাহ্ণ

নগরীর চাপ কমাতে নতুন উপশহর গড়ে তোলা হবে-আবদুচ ছালাম

     

আজ সকালে এলাকার সড়ক বাতিসহ ফ্রি চিকিৎসা ও নানান সেবাধর্মী কল্যানমূলক কাজের উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম। কল্পলোক আবাসিক এলাকা প্লট মালিক কল্যান সমিতির উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান বলেন, আলোকিত হল কল্পলোক। বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকা ২য় পর্যায়ের সড়ক বাতি গুলো জ্বলতে শুরু করেছে আজ থেকে। চট্টগ্রাম নগরীর মূল অংশের উপর জনসংখ্যার বৃদ্ধির চাপ কমাতে বাকলিয়াকে উন্নত, আধুনিক সুবিধাসম্পন্ন উপশহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে। এছাড়াও নগরীর উপকন্ঠে আরো নতুন উপশহর গড়ে তোলার পরিকল্পনা সিড়িএ’র রয়েছে। কল্পলোকের প্লট মালিকদের আর তাদের প্লটগুলো খালি ফেলে রাখতে হবেনা। পর্যয়িক্রমে সকল সুযোগ সুবিধা এখানে অচিরেই সংযোজিত হবে। মো, আবু তাহের চৌধুরী সভাপতিত্বে ও এ.কে.এম মো. কাইচার উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. হারুন উর রশীদ, জেলা সমাজসেবা উপ পরিচালক বন্দনা দাশ, বাকলিয়া থানা অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী, খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডষ্ট্রিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছৈয়দ ছগীর আহম্মেদ, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আহমেদ ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুল মোনাফ, জেলা সমাজসেবা রেজি: অফিসার মো. আফতাব উদ্দিন চৌধুরী, সমাজসেবা অফিসার মো. কামরুল পাশা ভূঁইয়া প্রমুুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply