৫ মে ২০২৪ / ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:২১/ রবিবার
মে ৫, ২০২৪ ৪:২১ পূর্বাহ্ণ

অপরূপ সৌন্দর্যে ভাসছে নগরীর সিটি গেইট

     

আজহা্র মাহমুদ
চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম একটি জেলা। সৌন্দর্যে ভরপুর এই বন্দর নগরী চট্টগ্রাম। আর এই সৌন্দয বৃদ্ধি করার জন্য গত ১৯ জানুয়ারী সিটি গেইট সৌন্দয বর্ধন প্রকল্পের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র জনাব আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন। অনুষ্টানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এবং ১০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব নিছার উদ্দিন প্রফেসর মন্জু। উক্ত অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন  নারী নেত্রী আবিদা আজাদ সহ আরো অনেক গন্যমান্য ব্যাক্তিগণ। এক বিশাল সমাবেশের মাধ্যমে উদ্বোধন সিটিগেইট যেন এক অপরূপ সৌন্দর্যে ভাসছে। নবসাজে সেজেছে চট্টল ফটক, চট্টগ্রাম সিটি গেইট। এ যেনো বিজয়ের নতুন এক নিশান। এ অপরূপ সৌন্দয নিজ চোখে না দেখলে বুঝ অসম্ভব। চাটগার অপূর্ব মনমাতানো কীর্তির এপিটাফ। লাবন্য এসকল এপিটাফ গুলো দেখলেই বিজেয়র দিন গুলো ভেসে উঠে মানুষের হৃদয়ে। চেরাগী পাহাড়, ফয়েসলেক, বন্দর, রেলস্টেশন, বিপ্লব উদ্যান, শাহ আমানত বিমান বন্দর, কর্নফুলী সেতু, সাজেক ভ্যালী, বান্দরবনের নীলগিরি, রাঙ্গামাটির ঝুলন্ত ব্রীজ, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র, কক্সবাজার সমুদ্র সৈকত সহ আরা মনমাতানো এপিটাফ রয়েছে এ চট্টল ফটকে। এছাড়াও রয়েছে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা জননেত্রী শেখ হাসিনার নান্দনিক এপিটাফ, যা অত্যান্ত মনোগ্রাহী। সময় ব্যায় করার অন্যতম স্থান এখন চট্টগ্রামের এই স্থানটিও অন্যতম একটি। শিল্পীর রং তুলি ছোয়ানো অপূর্ব নন্দন কাননে ভুবনের নিশাচর হয়ে দেখবেন কোথাও নুয়ে আছে আবার শুয়ে পড়েছে। চিত্রকারের প্রনবন্ত এই অংকনে ফুটে উঠেছে একাত্তরের সেই বিজয়ের উল্লাস। এ প্রজন্ম এই এপিটাফ গুলো থেকেই অনেক কিছু শিখতে পারবে। এটি যেসন নান্দনিক তেমনি শিক্ষনীয়। মিরসরাই, সিতাকুন্ড, কুমিরা, ভাটিয়ারী হয়ে প্রবেশ করতে হয় চট্টগ্রাম নগরীতে। নগরীতে প্রবেশ করার পথে যখন এমন মনমাতানো নান্দানিক এপিটাফ, তখন হৃদয়ের ভেতরে ফুঠে উঠে ভালোবাসার ফুল। দেশের প্রতি শ্রদ্ধা বাড়ে দ্বীগুন। আবার যখন একেখান, কর্ণেলহাট হয়ে চট্টগ্রাম নগরী ত্যাগ করতে হবে তখন এই এপিটাফ স্মৃতির পাতায় ভেসে বেড়াবে। হৃদয়ে গেথে থাকবে মরণের আগ পর্যন্ত ।  নান্দনিক এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে জানায় অভিনন্দন। অপরূপ এই সৌন্দয চট্টগ্রামের সৌন্দয আরো বৃদ্ধি করবে। এভাবেই চট্টগ্রামের উন্নয়নে এগিয়ে আসতে হবে সকলের। চট্টল ফটক এখন নগরীর অন্যতম একটি আকর্ষনীয় স্থান। রোজ মানুষের ভীড় থাকে এই স্থানে। পুরো চট্টগ্রাম যেনো চট্টল ফটকে এসে হাজির। এমন নান্দনিকতা বাংলাদেশের কোনো সিটিতে নেই। চট্টগ্রামের রূপ এবং সৌন্দর্যের সমান্য কিছু এই চট্টল ফটকে স্থান পেয়েছে। এমন গৌরবের বিষয় আজ চিৎকার করে বলতে ইচ্ছে হয় চট্টগ্রামবাসীরে। এভাবেই যেনো চট্টগ্রামের উন্নয়ন বৃদ্ধি পায় সেই কামনই রইলো চট্টগ্রামের মানুষের। সৌন্দর্যে ভরপুর হয়ে উঠবে চট্টগ্রাম নগরী। আর এ্রর জন্য প্রয়োজন আমাদের নিজেদেরও এগিয়ে আসা। আমরাও নিজেদের নগরীকে নিজের সুন্দর করে গড়ে তুলতে পারি। চাই শুধু একতা এবং ঐক্য। তবেই চট্টগ্রামের সৌন্দয সারা পৃথীবিতে উজ্জ্বল হবে। তাই আসুন আমরা সকলে এক হয়ে চট্টগ্রামের উন্নয়নে এগিয়ে আসি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply