৮ মে ২০২৪ / ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:০৪/ বুধবার
মে ৮, ২০২৪ ৬:০৪ পূর্বাহ্ণ

আল্লামা আহমদ শফিকে কানাডা সফরের আমন্ত্রণ

     

 

হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফিকে কানাডা সফরের আমন্ত্রণ জানিয়েছেন কানাডা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সেক্রেটারী জেমস স্টোন৷ গত সোমবার সন্ধ্যায় কানাডা সরকারের তিন সদস্যের একটি প্রতিনিধি দল আমিরে হেফাজতের সাথে সাক্ষাত করতে এসে এ আমন্ত্রণ জানান৷
তারা হলেন কানাডা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সেক্রেটারী জেমস স্টোন, কানাডা সরকারের রাজনৈতিক কাউন্সিলর ব্যারি ব্রিস্টম্যান এবং কানাডা হাইকমিশনের রাজনৈতিক ও অর্থনৈতিক উপদেষ্টা সৈয়দা শাহনাওয়াজ মোহসিন৷
তারা হেফাজত আমিরের সাথে কুশল বিনিময় করার পরে বর্তমান দেশের পরিস্থিতি, হেফাজত, সংখ্যালঘু সম্প্রদায় ও রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন, তারা হেফাজত আমিরকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারের ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘুরা পূর্ণ অধিকার ভোগ করছে, সরকার সহ দেশের জনগণ তাদের নিরাপত্তা দিয়ে যাচ্ছে, এবং ইসলামও সংখ্যালঘুদেরকে যে অধিকার দিয়েছে এবং নিরাপত্তার বিধান করেছে তা এদেশের মুসলমানরা দিয়ে আসছে৷
প্রতিনিধি দল জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, ইসলাম কখনো জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদকে সমর্থন করে না, নিরীহ মানুষ হত্যা, জোর-জুলুম এবং অন্যায় ভাবে মানুষের ধন-সম্পদ লুন্ঠন ইসলামে জঘণ্য অপরাধ হিসেবে বিবেচিত, এসব অপরাধের জন্য অপরাধের পরিমান বিবেচনা করে ইসলাম শাস্তির বিধানও করেছে৷
তারা রোহিঙ্গা ইস্যু নিয়েও হেফাজত আমিরকে প্রশ্ন করেন, তিনি বলেন, মিয়ানমারের সরকারী বাহিনী ও স্থানীয় মগদস্যুদের নির্মম পৈশাচিক হত্যাযজ্ঞ থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদেরকে সরকার শরনার্থীর মর্যাদা দিয়ে আশ্রয় দিয়েছে, এবং এদেশের মানুষ বিশেষত আলেম-উলামারা স্বতঃস্ফূর্ত ভাবে তাদের দিকে সার্বিক সাহায্যের হাত বাডিয়ে দিয়েছেন, এবং এখনো যথাসাধ্য সার্বিক সহায়তা করেই যাচ্ছেন৷
উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহী, অর্থ সম্পাদক হাজী মুজাম্মেল হক, মহানগর প্রচার সম্পাদক মাওলানা আ ন ম আহমদ উল্লাহ, মাওলানা আলমগীর, মাওলানা সাদেক উল্লাহ মাওলানা রিয়াদ সহ নেতৃবৃন্দ৷
বৈঠক শেষে মাওলানা মঈনুদ্দিন রুহীর সাথে প্রতিনিধি দল জামেয়া হাটহাজারীর পুরো ক্যাম্পাস পরিদর্শন করেন, এবং হেফজ বিভাগে পরিদর্শনে এলে তাদেরকে কোরআন তিলাওয়াত করে শুনানো হয়, এতে তারা দারুণ ভাবে মুগ্ধ হন এবং আনন্দ প্রকাশ করেন৷

উল্লেখ্য যে, হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফির সাথে কানাডা সরকারের একটি প্রতিনিধি দল সাক্ষাত করতে কানাডা হাইকমিশন থেকে মাওলানা মঈনুদ্দিন রুহীর সাথে যোগাযোগ করা হয়, তাঁর নেতৃত্বে নির্ধারিত সময়ে মঙ্গলবার সন্ধ্যায় কানাডীয় প্রতিনিধি দল জামেয়া হাটহাজারীতে সফর করেন৷

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply