২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:৪৯/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৭:৪৯ পূর্বাহ্ণ

প্রফেসর লিয়াকত আখতার ছিদ্দিকীর মাতা-পিতার ইছালে সাওয়াব ও জিয়াফত সম্পন্ন

     

 

চট্টগ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ, চাঁদ দেখা কমিটির ও কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির প্রবীন সদস্য সমাজ সেবক প্রফেসর লিয়াকত আখতার ছিদ্দিকীর মাতা-পিতার ইছালে সাওয়াব ও জেয়াফত গতকাল বাঁশখালীর গ্রামের বাড়ী কাহারঘোনায় সম্পন্ন হয়েছে।
ইসালে সাওয়াব ও জেয়াফত উপলক্ষ্যে সকালে খতমে কোরআন, খতমে তাহলিল ও কবর জিয়ারত করা মধ্যদিয়ে শুরু হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন মাদরাসর অধ্যক্ষ, প্রবীন আলেম ওলামা এবং এতিম মিসকিন ও দু:স্থদের অংশ গ্রহণ করেন।
চট্টগ্রাম দারুল উলুম কামিলা মাদরাসার প্রবীন শিক্ষক প্রফেসর লিয়াকত আখতার সিদ্দিকীর পিতা মরহুম আমীর হোসেন ও মাতা মরহুমা রহিমুন্নেছার ইছালে সাওয়াব অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন শায়খুল হাদীস দারুল উলুম কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মকসুদ আহমদ, কুতুবদিয়া দরবার শরীফের শাহজাদা মুহাদ্দিস মাওলানা মুনিরুল মান্নান আল মাদানী,বদরশাহ জামে মসজিদের খতিব মাওলানা মুফতি হাফেজ মুহাম্মদ ইসহাক, অধ্যক্ষ হামেদ হাসান, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইউসুফ ছানুবী, অধ্যক্ষ মাওলানা মীর আহমদ,অধ্যাপক মীজানুর রহমান, প্রফেসর মুজিবুর রহমান, কাজী নুরুল হক, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাওলানা বদরুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান শাফিয়া মোক্তার, বন্দর কর্মকতা ফোরকান আহমদ, আবদুল হাকিম, ডা: মহিম উদ্দিন, ডা: মিনহাজুল সোয়ালেহীন সিদ্দিকী, গোয়েন্দা কর্মকর্তা মুহাম্মদ ইউনুফ, চাম্বল মাদরাসার মোহতামিম মাওলানা আবদুল জলিল, মনকিরচর মাদরাসার মাওলানা আবু বকর, ইঞ্জিনিয়ার আবুল বাশার, যমুনা ব্যাংকের আঞ্চলিক প্রধান আবদুল গাফ্ফার চৌধুরী, মুয়াল্লিুমুল হুজ্জাজ মাওলানা মোসতাহচান বিল্লাহ, ব্যাংকার আমিনুর রহমান, মুহাম্মদ আবু তাহের, মাওলানা অলি আহমদ, হাফেজ মুহাম্মদ ইসহাক, মুহাম্মদ ইয়লাছ, মাওলানা আবুল কাশেমসহ অসংখ্য আলেম ওলামা।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply