২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:১৭/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৭:১৭ পূর্বাহ্ণ

খালেদা জিয়ার সঙ্গে সুষমা সাক্ষাৎ আজ রাতে

     

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে আজ রবিবার রাতে সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সোনারগাঁও হোটেলে রাত ৮টায় সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সফরকালে সুষমা এই হোটেলে অবস্থান করবেন।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ কথা জানিয়েছেন।
এ সময় খালেদা জিয়ার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহউদ্দীন আহমেদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর আমন্ত্রণে রবিবার রাষ্ট্রীয় সফরে ঢাকা আসছেন সুষমা স্বরাজ। বিশেষ বিমানে দুপুর ২টায় ঢাকা পৌঁছাবেন সুষমা স্বরাজ। তাকে অভ্যর্থনা জানাবেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী রবিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
এ ছাড়া সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী ও সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার।
২০১৪ সালে সুষমা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম ঢাকা সফর করেন। সে সময়ও সোনারগাঁও হোটেলে গিয়ে সুষমার সঙ্গে সাক্ষাৎ করেন খালেদা।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply