২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:১৬/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ১১:১৬ পূর্বাহ্ণ

হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

     

 

আজ বিকালে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট-প্রাঙ্গণে ন্যায় বিচারের প্রতীক ‘গ্রীক মূর্তী’ স্থাপনের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী শাখার উদ্যোগে হাটহাজারী ডাকবাংলোর সামনে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আল্লামা আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরী অাহুত সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করেন মাওলানা মীর ইদ্রীস।
বক্তারা বলেন, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। এদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। এদেশের প্রধানমমন্ত্রী, সাংসদগণ র্যাব-পুলিশ ও আর্মি-বর্ডার গার্ডসহ সাংবাদিকদের বেশির ভাগ পার্সন মুসলমান। এমতাবস্থায় দেশের সর্বোচ্চ বিচার বিভাগের সামনে মূর্তী স্থাপন কখনই শুভ হবে না। সরকার যদি ২৪ তারিখের মধ্যে এই মূর্তী অপসারণের কোন পদক্ষেপ না নেয়, তাহলে ২৪ তারিখ শুক্রবার ঢাকাসহ সারাদেশে গণপ্রতিবাদ ও বিক্ষোভেরও আল্টিমেটাম দেয়া হয় হেফাজতের পক্ষ থেকে।
সমাবেশ শেষে বিশাল মিছিল নিয়ে হাটহাজারী শহর প্রদক্ষিণ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply