২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:৪৫/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৯:৪৫ পূর্বাহ্ণ

স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে চিকিৎসা ক্যাম্প ও ত্রাণ বিতরণ সম্পন্ন

     

মুহাম্মদ ফয়সাল হোসেন

মায়ানমার সরকারের সেনাবাহিনী কর্তৃক নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীদের মাঝে গত ৬ অক্টোবর চিকিৎসা ক্যাম্প ও ত্রাণ বিতরণের পাশাপাশি জায়নামাজ, টুপি, গেঞ্জি প্রদান সম্পন্ন করল স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশন। প্রায় ৪০জনের একটি টিম দুটি উপদলে বিভক্ত হয়ে এই চিকিৎসা ক্যাম্প ও ত্রাণ বিতরণ সম্পন্ন করে। প্রথমে একটি টিম সেনাবাহিনীর কর্তৃক নির্ধারিত ত্রাণ বিতরণ কেন্দ্র ঘুমধুম- ৩ কেন্দ্রে প্রায় ৮০০ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। ত্রাণের মধ্য ছিল, ডাল, তৈল, চাল, চিনি, চিড়া, বিস্কিট ইত্যাদি। ত্রাণ বিতরণের পাশাপাশি আরেকটি টিম ঘুমধুম সমতল ভূমি থেকে প্রায় দু কিলোমিটার পথ পাড়ি দিয়ে ১০০ফুট উচ্চতায় দুর্ঘম পাহাড়ের পাদদেশে প্রায় একহাজার আশ্রিত রোহিঙ্গারদের মাঝে সাতজন অভিজ্ঞ ডাক্তারের সহযোগীতায় চিকিৎসা প্রদান করেন। শিশু, বৃদ্ধ, তরুণ, বৃদ্ধা মহিলা, গর্ভবতী মহিলারও এই চিকিৎসা সেবা গ্রহণ করেন। প্রায় দুলক্ষ টাকার এই চিকিৎসা সেবা ক্যাম্পে এন্টিবায়োটিক, ডায়রিয়া, ভিটামিন ও গর্ভবতী মহিলাদের জন্য প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত এই চিকিৎসা কার্যক্রম চলে। চিকিৎসা সেবা নিতে আসা রোহিঙ্গা শরণার্থী ছায়েরা খাতুন বলেন, ৫ দিন হল আমরা বাংলাদেশে এসেছি। এসেই সেনাবাহিনী আমাদের এই দুর্ঘম পাহাড়ে থাকার জন্য নির্ধারণ করে দেন। আসছি পর্যন্ত সর্দি, কাশি, ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিছানা শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে শুনে এখানে আসলাম ও চিকিৎসা সেবা গ্রহণ করতে পেরে বেশ উপকৃত হলাম। রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান পপরিস্থিতি সম্পর্কে উখিয়া সেনা সমন্বয় কেন্দ্র ৬৫ পদাতিক বিগ্রেডের ওয়ারেন্ট অফিসার সালাম’র কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে যততত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা শরণার্থীদের ক্যাম্পের মাধ্যমে থাকার আবাস্থল করে দেওয়া হয়েছে। প্রত্যক রোহিঙ্গাদেরকে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা হচ্ছে যাতে তারা বিশৃঙ্খলা ও দেশ বিরোধী কোন কাজে লিপ্ত হতে না পেরে সেজন্য সেনাবাহিনী তাদের উপর বিশেষ নজর রাখছে। তিনি আরো বলেন সুষ্ঠুভাবে ত্রাণ তাদের কাছে পৌঁছানোর লক্ষে, প্রতি ক্যাম্পের ১০০জন রোহিঙ্গার জন্য একজন মাঝি নির্বাচন করা হয়েছে যাতে খাদ্যর সুষম বণ্ঠন হয়। স্বপ্নের আনোয়ারার মত প্রতিটা সংগঠনের এই নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো উচিৎ এবং সেনাবাহিনী প্রতিটা কাজে তাদের সর্বাত্মক সহযোগীতা করবে বলে আশ্বাস দিয়েছেন। ঘুমধুম-৩ এর মাঝি আব্দুল হামিদ বলেন, এখনো আমাদের মত দুর্ঘম জায়গায় যারা আশ্রিত হয়েছেন তারা প্রয়োজনের তুলনায় কম ত্রাণ পাচ্ছেন। আব্দুল হামিদ বলেন, শিশু খাদ্যর প্রয়োজন খুব বেশী। এবং মুসল্লিরা নামাজ পড়ার জন্য ক্যাম্পে মসজিদের ব্যাবস্থা করার আহবান করেন। এবং চিকিৎসা ক্যাম্প করার জন্য স্বপ্নের আনোয়ারার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। চিকিৎসা সেবা প্রদান ও ত্রাণ বিতরণে স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন, তৌফিক ইউনুস, এস.এম মাসুদ, আলীনূর জেমস, ফয়সাল হোসেন, জসীম, নওশাদ, সবুজ, অপি,বেলাল, দিদার, বক্কর, ইরফান, সজীব, সাজ্জাদ, মহিউদ্দিন,মেজবা, আল হেলাল, সোহেল, হেলাল, শহীদ, সুমন, ইমরান, আলমগীর, প্রমুখ। স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশনের সভাপতি আলীনূর জেমস বলেন, স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত এই চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণে যারা সহযোগীতা করেছেন, বিশেষ করে বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী, স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশনের সদস্য, ও দেশ বিদেশের সকল দাতা সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং সর্বদা স্বপ্নের আনোয়ারার পাশে থাকার আহবান জানান। উল্লেখ্য যে, গত ১৩ই সেপ্টেম্বর প্রায় আড়াই লক্ষ টাকার ত্রাণ বিতরণ করেছে অনলাইন ভিত্তিক এই সেচ্ছাসেবী সংগঠন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply