১২ মে ২০২৪ / ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:১২/ রবিবার
মে ১২, ২০২৪ ৫:১২ অপরাহ্ণ

গাজীপুরে কাস্টমার সেজে বিকাশের লাখ টাকা চুরি

     

মুহাম্মদ আতিকুর রহমান
গাজীপুরে কাস্টমার সেজে বিকাশ ব্যবসায়ীর এক লাখ পাঁচ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে।

৭ অক্টোবর শনিবার সকাল সাড়ে নয়টার দিকে গাজীপুর শহরের বরুদা ঢাল এলাকার মা-মনি টেলিকমে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী দেলোয়ার হোসেন বাদল জানান, তিনি টেলিকমের পাশাপাশি স্টেশনারি ও ফার্মেসির ব্যবসা করেন। সকালে একজন এসে ব্যক্তিগত বিকাশ নম্বরে প্রথমে ৫০০ টাকা পাঠান। কিছুক্ষণ অপেক্ষা করে একই নম্বরে আবারও ৫০০ টাকা পাঠান। এ সময় একজন নারী এসে দোকানের সব লক্ষ্য করেন। তার কাছে জানতে চাইলে চোখে ব্যথা বলে প্রেসার মাপতে বলেন। পরক্ষণে দোকানের এক কোণে থাকা একটি সুপার গ্লু দিতে বলেন। সুপার গ্লু দেওয়ার সময় আরেকটি দেওয়ার কথা বলেন।

এরপর সুপার গ্লুর ৪০ টাকা দিয়ে ওই নারী চলে যান। একই সময় চেয়ারে বসে থাকা ওই পুরুষও চলে যান। পরে তিনি ক্যাশের নিচে কিছু টাকা পড়ে থাকতে দেখেন। ক্যাশে তাকিয়ে দেখেন বিকাশের এক লাখ পাঁচ হাজার টাকা চুরি হয়ে গেছে।

ঘটনার পর তিনি ওই বিকাশ নম্বরে ফোন করলে টাকা পাঠানোর বিষয় জানা নেই বলে সংযোগ কেটে মোবাইল বন্ধ করে দেওয়া হয়।

এ ব্যাপারে জয়দেবপুর থানার এএসআই কবির হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply