১৯ মার্চ ২০২৪ / ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ১:৩১/ মঙ্গলবার
মার্চ ১৯, ২০২৪ ১:৩১ অপরাহ্ণ

অধ্যক্ষ আল্লামা সৈয়দ নুরুল মুনাওয়ারের ইন্তেকাল

     

 

রাউজান গহিরা এফ.কে. জামেউল উলুম কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, উপমহাদেশের শীর্ষস্থানীয় আলেমেদ্বীন আল্লামা সৈয়দ নুরুল মুনাওয়ার (৮৩) ১১ মে শনিবার সন্ধ্যা ৭টায় নগরীর পার্ক ভিউ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না……রাজেউন)। মৃত্যুকালে তিনি ৭ ছেলে, ৪ মেয়ে নাতি-নাতনি, আত্মীয়স্বজন, ছাত্র-ছাত্রীসহ অসংখ্য ভক্ত- মুরিদ রেখে যান। মরহুমের নামাজে জানাযা ১২ মে রবিবার বিকাল ৩টায় হাটহাজারী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

তাঁর ইন্তেকালে শোক প্রকাশন করেন ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী, আল্লামা ছৈয়দ মুহাম্মদ মছিহুদ্দোলা, শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান, মহাসচিব আল্লামা এম এ মতিন, অধ্যক্ষ আল্লামা সৈয়দ অছিউর রহমান আলকাদেরী, পীরে তরিকত আল্লামা কাজী আব্দুস শকুর নক্শবন্দি, পীরে তরিকত আল্লামা মুফতি ইদ্রিচ রেজভী, পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নুরী, পীরে তরিকত সৈয়দ মাওলানা সাইফুদ্দীন আহমদ আলহাসানী, পীরে তক্বিত সৈয়দ বদরুদ্দোজা বারী, আনজুমানে খোদ্দামুল মোসলেমীন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ সাহাবুদ্দীন চৌধুরী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ তৈয়্যব আলী, পীরজাদা গোলামুর রহমান আশরফ শাহ্, আল্লামা সৈয়্যদ দোস্ত মোহাম্মদ (রহ.) ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব ছৈয়দ মুহাম্মদ মুজাহিদ, সহ-সভাপতি সৈয়্যদ মুহাম্মদ জুলকরনাইন, সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ জুননুরাইন সুন্নী জগৎ সম্পাদক রেজাউল করিম তালুকদার, নির্বাহী সম্পাদক আলমগীর বঈদী প্রমুখ। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুনঃ

Leave a Reply