১৪ মে ২০২৪ / ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:০৪/ মঙ্গলবার
মে ১৪, ২০২৪ ২:০৪ অপরাহ্ণ

সরকারী অনুমোদন ছাড়াই চলছে বেলিভিউ ডায়াগনস্টিক সেন্টার

     

 

বরগুনা সংবাদদাতা

বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পাশে সরকার অনুমোদন ছাড়াই ডায়াগনস্টিক ব্যবসা চালিয়ে যাচ্ছে বেলিভিউ নামের একটি প্রতিষ্ঠান।
সম্প্রতি আমতলী উপজেলার প্রাণ কেন্দ্রে কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। এরমধ্যে আমতলী হাসপাতাল সংলগ্ন এলাকায় বেলিভিউ নামে একটি প্রতিষ্ঠান সরকারের অনুমোদন ছাড়াই তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী মোঃ আঃ লতিফ প্রতিষ্ঠানে উপস্থিত না থাকায় এখানকার টেকনোলজিষ্ট মোঃ মেহেদী হাসান জানান, সরকারের অনুমোদন না পেলেও সিভিল সার্জনের মৌখিক অনুমতিক্রমে আমরা প্রতিষ্ঠান চালাচ্ছি। সরকারী বিধি মোতাবেক বেসরকারী হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করার জন্য মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর অনুমোদনের পরে পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা কর্তৃক নতুন লাইসেন্স ইস্যু করার কথা। অন্যদিকে বিভাগীয় পরিচালক কিংবা সিভিল সার্জন এর দপ্তর থেকে এসব লাইসেন্স দেওয়া বা নবায়ন করা যাবে না মর্মে সরকারী নীতিমালায় উল্লেখ থাকলেও সিভিল সার্জনের মৌখিক অনুমোতির কথা বলে প্রতিষ্ঠানটি চালাচ্ছে। এবিষয়ে বরগুনা সিভিল সার্জন ডাঃ মোঃ জসিম উদ্দিন এর সাথে মোবাইল ফোনে আলাপ করলে তিনি মৌখিক অনুমতির বিষয়টি অস্বীকার করে বলেন, “আমি বিষয়টি অবগত হয়েছি অতি শিঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।”

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply