৬ মে ২০২৪ / ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১০:০০/ সোমবার
মে ৬, ২০২৪ ১০:০০ অপরাহ্ণ

গাজীপুরে পেট্রোল বোমাসহ ৩ জামায়াত নেতা আটক

     

গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরে ১১টি পেট্রোল বোমা, ৫টি ককটেল, বিপুল পরিমান জিহাদী বইসহ গাজীপুর ও ফরিদপুরের জামায়াতে ইসলামীর ৩ নেতাকে আটক করেছে পুলিশ।

৩০ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুর জেলা শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠ সংলগ্ন টেম্পুস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

১ অক্টোবর রবিবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

আটককৃতরা হলেন- গাজীপুর মহানগর জামায়ায়তের সেক্রেটারি মুহাম্মদ হোসেন আলী (৪০), ফরিদপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ বদরুদ্দীন (৫০) ও ফরিদপুর সিটি কলেজ শাখা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ ওয়াহাব আলী (৪২)।

পুলিশ সুপার মোঃ হারুন অর রশিদ জানান, আটককৃতরা নাশকতামূলক কর্মকান্ড সংঘটিত করার লক্ষ্যে লোকবল বৃদ্ধির উদ্দেশে জামায়াত নেতা গোলাম আজম, মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীসহ বিভিন্ন লেখকের জিহাদী বই পড়িয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে একত্রিত হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুর জেলা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তাদের আটক করে।

এসময় ১১টি পেট্রোল বোমা, ৫টি ককটেল, বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন মোঃ হারুন অর রশিদ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply