৫ মে ২০২৪ / ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:৩৯/ রবিবার
মে ৫, ২০২৪ ৬:৩৯ অপরাহ্ণ

বাজারে ওয়ালটনের নতুন ফিচার ফোন

     

ওয়ালটন বাজারে এনেছে ‘এল২২’ নামে নতুন মডেলের একটি ফিচার ফোন। ফোনটির দাম ধরা হয়েছে ৯৬০ টাকা।

প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ভয়েস কলের জন্য দেশের বেশিরভাগ মানুষ এখনো ফিচার ফোন ব্যবহার করে থাকেন। গ্রাহকের এই চাহিদা পূরণেই বাজারে ছাড়া হয়েছে ‘এল২২’ মডেলের এই নতুন ফোন।

 

ওয়ালটনের সেল্যুলার ফোন গবেষণা ও উন্নয়ন বিভাগের ডেপুটি ডিরেক্টর আরিফুল হক রায়হান জানান, ফোনটিতে দুটি সিম একসঙ্গে ব্যবহার করা যাবে। যাতে রয়েছে ১.৭৭ ইঞ্চির পর্দা। ফোনের মেমোরি ১৬ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে।

ফোনটিতে আরও আছে ডিজিটাল ক্যামেরা, এমপিথ্রি, এমপি ফোর ও থ্রিজিপি প্লেয়ার। অনাকাঙ্ক্ষিত কল ব্ল্যাক লিস্ট করার পাশাপাশি এতে আছে সাউন্ড ও ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা।

মডেলের নতুন এই ফিচার ফোনে ব্যবহৃত হয়েছে ২ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply