৫ মে ২০২৪ / ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১২:১৮/ রবিবার
মে ৫, ২০২৪ ১২:১৮ পূর্বাহ্ণ

মৌলভীবাজারে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রতিবাদ সভা

     

সিলেটের রাবার শ্রমিকনেতা সুজন মিয়া গ্রেফতারের তীব্র নিন্দা ও অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি

সিলেটের মালনীছড়া রাবার শ্রমিক সংঘের যুগ্ম-সম্পাদক ও বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সিলেট জেলা কমিটির যুগ্ম-আহবায়ক সুজন মিয়াকে গ্রেফতার করে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টা চালানোর তীব্র নিন্দা জানিয়ে এই ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি ও সুজন মিয়ার উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির নেতৃবৃন্দ। শ্রমিক-কৃষকের নেতা সুজন মিয়া গ্রেফতারের প্রতিবাদে এনডিএফ ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটি আয়োজিত প্রতিবাদ সভা থেকে নেতৃবৃন্দ এই দাবি জানান। জেলা এনডিএফ’র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুল মোহাইমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা এনডিএফ’র সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক ডা. অবণী শর্ম্মা, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫-এর সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ প্রধান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিন মিয়া, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ২৪৫৩-এর সভাপতি মোঃ সোহেল আহমেদ, এনডিএফ নেতা মৃগেন চক্রবর্তী, তারেশ বিশ্বাস সুমন ও মোঃ জসিমউদ্দিন প্রমূখ। সভায় নেতৃবৃন্দ বলেন সুজন মিয়া চা ও রাবার শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের পাশাপাশি এলাকায় কৃষকদের জমিরক্ষা আন্দোলনেরও একজন নেতা। বিগত চারদলীয় সরকারের আমলে একজন জামায়েত নেতা সিলেট শহরতলির বিমানবন্দর সংলগ্ন মাখরখলা গ্রামে আবাসন কোম্পানীর নামে কৃষকদের জমি জবরদখল করতে থাকলে সুজন মিয়া এলাকার কৃষকদের ঐক্যবদ্ধ করে জমিরক্ষা আন্দোলন শুরু করেন। সেই থেকেই সুজন মিয়া ভূমিখেকো চক্রের ষড়যন্ত্র-চক্রান্তের শিকার হয়ে মিথ্যা মামলা-জেল-জুলুমের মুখে পড়েন, এমন কি একবার তাকে প্রাণে মেরে ফেলারও চেষ্টা করা হয়। ক্ষমতার পালাবদলের সাথে সাথে ভূমিখেকো চক্রেরও পালাবদল ঘটে। বর্তমান ক্ষমতাশীন দল প্রভাব খাটিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে সুজন মিয়ার উপর একের পর এক মিথ্যা মামলা দেয়, অভিযানের নামে বাড়িঘর ভাংচুর চালায়। যার সর্বশেষ গত ১৫ সেপ্টেম্বর ভোর ৪ টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী সুজন মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে ভূমিখেকো চক্রের হাতে তুলে দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই ভূমিখেকো সন্ত্রাসীরা ধারালো দা দিয়ে সুজন মিয়াকে কোপাতে থাকে, সুজন মিয়ার আর্তচিৎকারে গ্রামবাসী জড়ো হতে থাকলে আইনশৃঙ্খলা বাহিনী সুজন মিয়াকে গাড়িতে তুলে নিয়ে যায়। মারাত্মক অসুস্থ্য সুজন মিয়াকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মেডিকেলে ভর্ত্তি করা হলেও সুজন মিয়ার বৃদ্ধ পিতাকে পর্যন্ত কাছে যেতে দেওয়া হয়নি। চিকিৎসকরা তার আরও চিকিৎসার প্রযোজন আছে জানালেও পুলিশ অসুস্থ্য সুজন মিয়াকে আদালতে হাজির করে রিমান্ড চায়। এমন কি আদালত রিমান্ড নামঞ্জুর করে চিকিৎসার নির্দেশ দিলেও তাকে কারাগারে রাখা হয়। বক্তারা আরও বলেন শ্রমিকনেতা সুজন মিয়ার জীবন আজ হুমকির মুখে। আমরা তার প্রতি ন্যায় বিচার চাই। বক্তারা সুজন মিয়ার উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তি প্রদান, সুজন মিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করা এবং সকল মিথ্যা মামরা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply