৪ মে ২০২৪ / ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:১৪/ শনিবার
মে ৪, ২০২৪ ৮:১৪ অপরাহ্ণ

সুনামগঞ্জে পুলিশের বাঁধার মুখে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসুচি-২০১৭ শান্তিপূর্ণভাবে সম্পন্ন

     

আল-হেলাল,সুনামগঞ্জ থেকে :
পুলিশের প্রবল বাধা বিপত্তি সত্ত্বেও রোববার সুনামগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসুচি-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি মোঃ শাহজাহান প্রধান বক্তা,সাংগঠনিক সম্পাদক ডাঃ শাখাওয়াৎ হোসেন জীবন বিশেষ অতিথি ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক হুইপ এডভোকেট ফজলুল হক আছপিয়া প্রধান অতিথির বক্তব্য রাখেন। জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় অনুষ্ঠিত পৃথক পৃথক সভায় বক্তব্য রাখেন,জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, এ.লতিফ জেপি, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান, সাবেক চেয়ারম্যান আকবর আলী,এডভোকেট মল্লিক মইন উদ্দিন সোহেল,সেলিম উদ্দিন আহমদ,এডভোকেট শেরেনুর আলী, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ মোতালেব খান, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক, জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল হক, জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাস এর সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নূর হোসেন,মোনাজ্জির হোসেন সুজন,সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল,নজরুল ইসলাম, বিশ^ম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ দুলাল,রঙ্গারচর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, ধর্মপাশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিকুন নাহার শিল্পী,লক্ষনশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুল অদুদ.মান্নারগাও ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ ও জেলা শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবীরসহ বিএনপি,যুবদল,ছাত্রদল,কৃষকদল ও শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পূর্বঘোষিত এই কর্মসুচি বাস্তবায়নের লক্ষ্যে পূর্ব পরিকল্পনা মোতাবেক জেলা বিএনপির নেতাকর্মীরা শহরের ১৮টি পয়েন্টে সকাল থেকে সমবেত হয়ে সদস্য সংগ্রহ ও নবায়নের পাশাপাশি আলাদা পথসভা করেন। পুলিশ সবগুলি পয়েন্টেই প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে বিকাল ৩টায় সুরমা ব্রীজের পশ্চিমে আম্বর আলীর পয়েন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply