২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:০৩/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ১:০৩ পূর্বাহ্ণ

হাসি’ সংগঠনের প্রতিষ্টাতা মোছলেহ উদ্দিন মুন্নার ক্রেস্ট লাভ

     

হাসি’ সংগঠনের প্রতিষ্টাতা মোছলেহ উদ্দিন মুন্না কে সৌদি আরব আল- খারিজ প্রবাসী বাংলাদেশীদের পক্ষ হতে সেবা মুলক কাজে অগ্র ভুমিকা রাখার জন্য ক্রেস্ট প্রদান করা হয়। ইসলামিক সেন্টারের শাইখ মামুনুর রশিদের সভাপতিত্বে ও জুলফিকার আলীর সঞ্চালনায় বাংলাদেশী প্রবাসী কমিউনিটির সাথে মানব সেবা মুলক সংগঠন হাসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন ডা,আজিজুর রহমান,মোহাম্মদ নুর আলম,সাঈদ আলম,মুন্সী হারুন,ফজল কাদের,আব্দুল হামিদ,মুনির হোসেন,ফারুক হোসেন,হারুনুর রশিদ,মোহাম্মদ সেলিম,আসলাম মোরশেদ,হাবিবুর রহমান,ওলিউল্যাহ হাওলাদার,আযাদ বাশির,সিহাব আতিক,আলমগির হোসেন সহ আরো অনেকে। বক্তারা সকলে হাসির প্রশংসা করে বলেন হাসি এখন শুধু সারা চট্টগ্রাম নয় হাসি সারা বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাতে এক সাথে কাজ করবে। শাইখ মামুনুর রশিদ বলেন, মোছলেহ উদ্দিন মুন্না হাসি প্রতিষ্ঠা করে আমাদের কে যে পথ দেখিয়ে দিয়েছেন আমরা সকলে এই সেবা মুলক কাজে নিজেদের জড়িয়ে রাখলেই দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তির আশা করতে পারি।।।। অনুষ্ঠান শেষে সকল প্রবাসী বাংলাদেশির পক্ষ হতে সেবা মুলক কাজের জন্য সম্মানা স্বারক ক্রেস্ট প্রদান করেন। মোছলেহ উদ্দিন মুন্না বলেন, আমার এবং হাসি সংগঠনের প্রতি আপনাদের এত এত ভালোবাসা হাসি কে নিয়ে অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য সকলে এক মত হওয়াই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই।যে সম্মান আজ আপনারা আমাকে দেখিয়েছেন তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply