২৩ এপ্রিল ২০২৪ / ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:৪৭/ মঙ্গলবার
এপ্রিল ২৩, ২০২৪ ১২:৪৭ অপরাহ্ণ

ঘরে বসেই মিলবে ডায়াবেটিক চিকিৎসা টেলিমেডিসিন কার্যক্রম চট্টগ্রামেও শুরু

     

শহরে হাত বাড়ালেই চিকিৎসক ও চিকিৎসা সেবা পাওয়া যায়। কিন্তু যেখানে পাওয়া যায়না, সে সব প্রত্যন্ত অঞ্চলের ডায়াবেটিক রোগীদের কি হবে। তাদের কথা ভেবেই উদ্বোধন হলো টেলিমেডিসিন কার্যক্রম। এটি এক প্রকার ডিজিটাল সেবাও বলা যায়। কারণ, এর মাধ্যমে রোগীরা ঘরে বসেই বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন। আর খরচও অল্প। গতকাল দুপুরে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে এ টেলিমেডিসিন কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান। উদ্বোধন কালে ডা. এ কে আজাদ বলেন, ইব্রাহিম হেলথ লাইন নামের এ সেবাটি একটি মোবাইল টেলিমেডিসিন স্বাস্থ্য-সেবা পদ্ধতি। বলা যায় চিকিৎসা সেবার ডিজিটাল পদ্ধতি। এ পদ্ধতির মাধ্যমে মোবাইল ফোনে রোগীরা চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা ও পরামর্শ পাবেন। ঘরে বসেই। এর জন্য রোগীকে অবশ্য বাৎসরিক একটি নির্দিষ্ট ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। উদ্বোধনকালে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. জাহাঙ্গীর চৌধুরীসহ সমিতির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে যোগাযোগ করে এই টেলিমেডিসিন সেবা গ্রহণের জন্য আগ্রহীরা রেজিস্ট্রেশন করতে পারবেন বলে অনুষ্ঠানে জানানো হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply