১ মে ২০২৪ / ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:০৭/ বুধবার
মে ১, ২০২৪ ৮:০৭ অপরাহ্ণ

রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা, নির্যাতন-জুলুম ও দেশান্তরের প্রতিবাদে বাকলিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

     

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা, নির্যাতন-জুলুম ও দেশান্তরের প্রতিবাদে চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় জুমার নামাজের পর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাকলিয়ার বলিরহাট এলাকায় হামিদ উল্লাহ জামে মসজিদের সামনে বিশাল মানববন্ধন মসজিদের খতিব মাওলানা নোমান ছালেহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মিয়ানমারের মুসলিমদের উপর হামলা পুরো পৃথিবীর মুসলিমদের উপর হামলার সমান। মিয়ানমার সরকারের সেনাবাহিনী ও বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন মুসলিমদের উপর যে অমানবিক হত্যাকান্ড সংঘঠিত করছে তা বিশ্বের ইতিহাসে এ রকম হত্যাকান্ড হয়নি। নারী-পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা সকলকে গণহারে হত্যা করে তারা লাশ জ্বালিয়ে ফেলছে। নারীদের ধর্ষণ করে তাদের টুকরো টুকরো করা হচ্ছে। অবিলম্বে এ সকল হত্যাকান্ড বন্ধ করা না হলে বাংলাদেশ থেকে জিহাদের ঘোষণা দিয়ে মিয়ানমারকে বৌদ্ধ মুক্ত করা হবে। বক্তারা জাতি সংঘের মাধ্যমে বার্মার মুসলিমদের মানবাধিকার রক্ষা করে তাদেরকে নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য জাতি সংঘের প্রতি আহবান জানানো হয়। বক্তারা সূচির পদত্যাগ সহ গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে সূচির এ হেন জুলুম বাজ-নির্যাতনের বিরুদ্ধে মামলা করে সকল মুসিলম জনতাকে রোহিঙ্গা মুসলিম নিধনের প্রতিরোধে এগিয়ে আসার আহবান করেন। উক্ত মানববন্ধন বিশাল সমাবেশে পরিণত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় মসজিদের খতিব মাওলানা আজিজুল হক বিপ্লবী, মাওলানা জিয়াউল হক বিপ্লবী, মুজিবুর রহমান, আলী আকবর, মো: সাহেদ, মো: শওকতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ ও স্থানীয় মসজিদ গুলোর ইমাম সাহেবরা বক্তব্য রাখেন। মানববন্ধনে আবদুল আজিজ শাহ পাড়ার আপমর জনতা অংশ গ্রহণ করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply