১৮ এপ্রিল ২০২৪ / ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:১৫/ বৃহস্পতিবার
এপ্রিল ১৮, ২০২৪ ৯:১৫ অপরাহ্ণ

প্রতিদিন ৩৫ হাজার রোহিঙ্গাকে খাওয়াবে শিখ স্বেচ্ছাসেবীরা

     

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের খাবার দিতে টেকনাফে পৌঁছেছে শিখদের একটি সংগঠন। যুক্তরাজ্যভিত্তিক খালসা এইড নামের সংগঠনটি প্রতিদিন ৩৫ হাজার মানুষকে খাওয়াবে।
গত ২৫ আগস্ট থেকে সহিংসতা শুরু হওয়ার পরে মিয়ানমারের রাখাইন থেকে আনুমানিক ৪ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। খালসা এইডের ব্যবস্থাপনা পরিচালক অমরপ্রিত সিং বলেন, আমরা ৫০ হাজার মানুষকে ত্রাণ দেয়ার প্রস্তুতি নিয়ে এসেছি কিন্তু এখানে প্রায় ৩ লাখ শরণার্থী রয়েছে। তারা পানি, খাবার ও আশ্রয়হীন অবস্থায় থাকছে। বৃষ্টি হলে তাদের কোথাও যাওয়ার জায়গা নেই।
অমরপ্রিত বলেন, আমরা তাদের জন্য লঙ্গর খুলেছি যেখানে তাদের খাবার ও আশ্রয় দেয়া হবে। আমরা শামিয়ানা দিয়ে আশ্রয় দেয়ার ব্যবস্থা করেছিলাম কিন্তু আমাদের প্রস্তুতির তুলনায় শরণার্থীর সংখ্যা অনেক বেশি। ব্যবস্থা করতে তাই কিছুটা সময় লাগবে।
পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত লঙ্গর চালানোর কথা জানিয়ে অমরপ্রিত বলেন, সংকট শেষ না হওয়া পর্যন্ত লঙ্গর চালাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা প্রাধান্য দিচ্ছি কেউ যাতে না খেয়ে ঘুমিয়ে পড়ে। ইন্ডিয়ান এক্সপ্রেস।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply