কমনওয়েথ জার্নালিষ্ট এসোসিয়েশন বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল প্রথিতযশা সাংবাদিক ওসমান গণি মনসুর চট্টগ্রাম এডিটরস ক্লাবে নবগঠিত কার্যকরী কমিটির ১ম সভায়   ফুলেল শুভেচ্ছায় ভুষিত হয়েছেন।

৭ জানুয়ারী সন্ধ্যায় কার্যকরী কমিটির এই সভায় সভাপতিত্ব করেন পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক ও সংগঠনের সভাপতি এম.আলী হোসেন। সভা পরিচালনা করেন দৈনিক দেশ জনতার বাণী সম্পাদক ও সংগঠনের সম্পাদক জিয়াউল হক ।

আলোচনায় অংশ নেন সাপ্তাহিক ইজতিহাদ পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, দৈনিক বায়োজিদের সম্পাদক হাবিবুর রহমান, পার্বত্য বাণী পত্রিকার সম্পাদক মুজাহেদুল ইসলাম বাতেন   ও দৈনিক  চট্টগ্রাম পোস্টের সম্পাদক মোহাম্মদ আইয়ুব । কার্যকরি কমিটির এই সভায় অত্যন্ত আন্তরিক পরিবেশে দীর্ঘক্ষন ধরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ডেইলি পিপলস ভিউ’র সম্পাদক ও ক্লাবের উপদেষ্ঠা ওসমান গণি মনসুর।

ওই সভায় কতিপয় গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গৃহিত হয়।

শেয়ার করুনঃ