চট্টগ্রাম অঞ্চলের ফেনী, নোয়াখালী, মীরসরাই, ফটিকছড়ি সহ বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যায় অনেক মানুষের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তাদের সহযোগিতায় সারা বাংলাদেশের মানুষ মানবতার হাত বাড়িয়ে দেয়। বাংলাদেশের রোটারি ক্লাবগুলোও বন্যায় প্রাথমিক সহযোগিতা সহ বন্যা পরবর্তী পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করেন। সে ধারাবাহিকতায় রোটারি ক্লাব অব চিটাগাং এলায়েন্স এর উদ্যোগে এক লক্ষ বিশ হাজার টাকা ব্যয়ে মীরসরাই পৌর ৩নং ওয়ার্ড এলাকায় মোহাম্মদ জসিম উদ্দিন ও তার পরিবারের জন্য টিনশেড ঘর নির্মাণ করে দেওয়া হয়। ৮ নভেম্বর শুক্রবার ক্লাব সদস্যরা ঘর হস্তান্তর করেন। এ সময় উপ¯ি’ত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান শহিদুল ইসলাম মামুন, আইপিপি রাজিব বড়ুয়া, পিপি রাশেদ ইউসুফ, পিপি শফিউল আজম সেলিম, ভাইস প্রেসিডেন্ট আবদুল হালিম, মুহিব্বুল্লাহ জুয়েল, সেক্রেটারি এম.এ. হাসান। প্রেসিডেন্ট উপ¯ি’ত সকলকে এই প্রকল্পটি সম্পন্ন করতে বিশেষভাবে সহযোগীতা করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। রোটারেক্টরদের মধ্যে উপ¯ি’ত ছিলেন পিপি রাজিয়া সুলতানা, আইপিপি রেজাউল করিম, প্রেসিডেন্ট মোহাম্মদ মইন উদ্দিন, সেক্রেটারি আহমল উল্লাহ আরফাত, ভিপি শাহ ইফরাত চৌধুরী, ভিপি স্বরুপ দাশ, মেহেরুন্নেসা স্বপ্না, উম্মে হানিফা, জহিরুল ইসলাম সাগর প্রমুখ।

শেয়ার করুনঃ