পটিয়া উপজেলার বেলখাইন-কর্তালায় অবস্থিত আবুল হোসেন চৌধুরী স্মৃতি গণপাঠাগারে উদ্যোগে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৫ অক্টোবর ২০২৪ইং পাঠাগার সভাপতি কাজল বড়ুয়ার সভাপতিত্বে গণপাঠাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন হুলাইন ছালেহ-নূর ডিগ্রি কলেজের সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. ইসহাক চৌধুরী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রশিক্ষক ড. শামসুদ্দিন শিশির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক জ্যোতি বড়ুয়া জনি।
স্বাগত বক্তব্য রাখেন গণপাঠাগারের পরিচালক ও সাপ্তাহিক ইজতিহাদ এবং মাসিক শিক্ষা অন্বেষা’র সম্পাদক মো. জসীম উদ্দিন চৌধুরী, মেধাবৃত্তি পরিচালনা কমিটির আহ্বায়ক শিক্ষক জিতেন্দ্র লাল বড়ুয়া, বেলখাইন প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু জাফর সিদ্দিকী, ব্যাংকার মোহাম্মদ ওয়াসিম, পৃষ্ঠপোষক সদস্য মো. বোরহান উদ্দিন, পাঠাগার সম্পাদক আলী আকবর চৌধুরী সেলিম, শিক্ষক আক্তারুজ্জামান হাওলাদার, বেলখাইন ফোরকানীয়া মাদ্রাসার সভাপতি মো. আব্দুর রশিদ, স্থায়ী সদস্য জাহাঙ্গীর চৌধুরী ও বেলখাইন একতা ফুটন্ত ক্লাবের সেক্রেটারী গাজী এম. এয়াকুব আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আবুল হোসেন চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা-মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রায় দু’যুগ ধরে ধারাবাহিকভাবে এ বৃত্তি পরীক্ষা চালু রাখা বিরল দৃষ্টান্ত। পটিয়ার গ্রামীণ জনপদে শিক্ষা ও সমাজ পরিবর্তনের বাতিঘর হিসেবে ভূমিকা রাখছে “আবুল হোসেন চৌধুরী স্মৃতি গণপাঠাগার।” অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক বছিরুল আলম চৌধুরী,শহিদুল ইসলাম চৌধুরী,স্থায়ী সদস্য আলমগীর চৌধুরী হেলাল, স্থায়ী সদস্য আহসান চৌধুরী বেলাল, সদস্য গাজী নইম উদ্দিন,তানভীর আহমদ,তানজিম আহমদ,ইফতেখার চৌধুরী। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ ও পুরস্কার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পাঠাগারের অর্থ সম্পাদক ও স্থায়ী সদস্য মো. রাশেদ চৌধুরী।