বন্দর নগরি চট্টগ্রাম আনোয়ারা গহিরা বখতিয়ার রোডের স্বাধীনতার ৫০ বছরেও কোন উন্নয়ন হয়নি। হয়েছে শুধু মাটি ভরাটের কাজ। হয়নি কোন পুল কালভার্ট নির্মাণ। উন্নয়ন হয়নি হচ্ছে না। ভবিষ্যতেও হবে কিনা তা বলা কঠিন। যা হোক বর্তমান মহাজোট সরকারের ১ বছরেও গহিরা বখতিয়ার রোড উন্নয়নের মুখ যেমন দেখেনি তেমনি বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনায় উন্নয়নের জোয়ারে কিংবা উন্নয়নের মহাসড়কে গহিরা বখতিয়ার রোড ঠাই না পাওয়া চরম দুঃখজনক লজ্জাজনক। গহিরার জন্য নিষ্ঠুরতা ছাড়া আর কিছু না। দেশের ভূমির শতকরা ২৫% বনায়ন থাকা অপরিহার্য। আমাদের দেশে আছে মাত্র ১৭%। গহিরা উপকূলিয় প্রান্তিক জনপদ হিসেবে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। প্রাকৃতিক দুর্যোগ এ অঞ্চলের জন্য নিত্য সঙ্গি। তাই গহিরায় ছোট বড় প্রতিটি রাস্তা সড়ক লেইনে বৃক্ষরোপন করা দরকার। বন ও পরিবেশ অধিদপ্তর, মন্ত্রনালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে, গহিরা বখতিয়ার রোড সহ যেসকল রাস্তায় বৃক্ষরোপন হয়নি তাতে বৃক্ষরোপনের যেন উদ্যোগ নেওয়া হয়। বখতিয়ার রোডের উন্নয়ন হচ্ছে না তাই বলে বৃক্ষরোপনও যদি না হয়। তবে এ রোডে হবে কি ? আশা করছি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন।
মুহাম্মদ মনছুর
গহিরা, আনোয়ারা, চট্টগ্রাম।