ছাবের আহমদ চৌধুরী

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়ন ২৫ হাজার লোকের বসবাস। শিক্ষাদীক্ষায় অন্য ইউনিয়ন থেকে অনেক এগিয়ে। বৌদ্ধ ধর্মালম্বীদের সপ্তগ্রামের মধ্যে মুৎসুদ্দি পাড়া বৌদ্ধবিহার সর্বোচ্চ সম্মানিত।ঐখানে বাৎসরিক উৎসবে হাজার হাজার লোক জমায়েত হয়। মুৎসুদ্দি পাড়া থেকে মামুর খাইন হয়ে ওষখাইন নয়া রাস্তা পর্যন্ত জনবহুল রাস্তাটা দিয়ে শত শত লোক চলাফেরা করে। মুৎসুদ্দি পাড়া, মামুরখাইন, তাতুয়া, শিলালিয়া গ্রামের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ওই রাস্তা দিয়ে চলাচলের একমাত্র পথ। কিন্তু দূর্ভাগ্যের বিষয় বিগত ১৫বৎসরে ওই রাস্তাটিতে এক বিন্দু মাটি বা একটি ইটও বিছানো হয়নি ।

এলাকার বিভিন্ন লোকজনের সাথে কথা বলে জানা যায়, স্থানীয়ভাবে লোকজন বিভিন্ন সংস্থায় তদবির করেও ওই রাস্তাটির জন্য কোনো বরাদ্দ আদায় করতে পারেনি। ওই এলাকায় ওসখাইন গ্রামে শায়িত আছে শাহ আলী রজা প্রকাশ কানু শাহ্ একজন আধ্যাত্বিক অলি। প্রতি বছর ১৪ জানুয়ারী কানু শাহ্-এর বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়।ওই ওরশ মোবারকে লক্ষাধিক লোকের সমাগম হয়। কিন্তু রাস্তাটির উন্নয়ন মূলক কোন কর্মকান্ড না হওয়াতে এলাকার মানুষ ক্ষোভ প্রকার করে বলে যে, আমাদের এলাকায় উন্নয়ন মূলক কর্মকান্ড করার মত কোন অভিভাবক আছে বলে মনে হয় না। যদি কোনো জনদরদী প্রতিনিধি থাকত তাহলে এই অবহেলিত একালার রাস্তাটির খবর রাখত। এলাকাবাসী বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্টনায়ক শেখ হাসিনার কাছে মুৎসুদ্দি পাড়া হতে ওষখাইন পর্যন্ত ২ কিলোমিটার রাস্তাটি সংশ্লিষ্ট সংস্থাকে অনুমোদন পূর্বক বরাদ্দ প্রদান করে রাস্তাটি কার্পেটিং করে দেওয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছে। এলাকাবাসী ওই রাস্তাটি উন্নয়ন মূলক প্রকল্পের আওতায় এনে টেন্ডারের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট  কর্তৃপক্ষেের দৃষ্টি আকর্ষণ করছি। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে এই অবহেলিত এলাকার জনসাধারণের জন্য সুনজর দেওয়ার বিশেষ প্রয়োজন।

শেয়ার করুনঃ