২০ মে ২০২৪ / ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:৪৬/ সোমবার
মে ২০, ২০২৪ ১১:৪৬ পূর্বাহ্ণ

মন্ত্রিসভায় শপথ নিতে ডাক পেলেন যারা

     

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আগামীকাল শপথ নিতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। ইতোমধ্যে মন্ত্রী হিসেবে শপথ নিতে মন্ত্রিসভা থেকে ফোন পেয়েছেন অনেকে। আগামীকাল বঙ্গভবনে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন চুপ্পু নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন।

বঙ্গভবনে আমন্ত্রণ পাওয়াদের মধ্যে রয়েছেন- বর্তমান মন্ত্রিসভার সদস্য ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, অ্যাডভোকেট আনিসুল হক, ড. হাছান মাহমুদ, সাধন চন্দ্র মজুমদার, আব্দুর রাজ্জাক, আ ক ম মোজাম্মেল হক, ডা. দীপু মনি, মো. তাজুল ইসলাম, শাহরিয়ার আলম, ফরাদ হোসেন, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ, জুনাইদ আহমেদ পলক, খালিদ মাহমুদ চৌধুরী।

এছাড়াও নতুন করে মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন- নাজমুল হাসান পাপন, কুজেন্দ্র লাল ত্রিপুরা, বাহাউদ্দিন নাছিম, জিয়াউদ্দিন আহমেদ,  মোহম্মদ এ আরাফাত, জাহাঙ্গীর কবীর নানক, ড. সেলিম মাহমুদ, আবুল কালাম আজাদ, সাজ্জাদুল হাসান, কর্নেল ফারুক খান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২২টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। একাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে পেছনে ফেলে স্বতন্ত্র হয়ে নির্বাচিত হয়েছেন ৬২ জন; যাদের মধ্যে ৫৯ জন আওয়ামী লীগেরই নেতা।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply