BanglaPostBD

১৪ ডিসেম্বর, ২০২৪ ✪ ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ ✪ ১১ জমাদিউস সানি, ১৪৪৬

শিরোনামঃ

চিটাগাং সিনিয়র’স ক্লাবের নির্বাচন সম্পন্ন || রক্তের স্রোতের বিনিময়ে অর্জিত বিজয় জাতির জন্য বিরল প্রাপ্তি ও অহংকার ||  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারে  আসলাম চৌধূরীর আর্থিক অনুদান || সহনশীলতার গুন চর্চা হোক ||  মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতা ভোটের অধিকার নিশ্চিত করতে ঐক্যের বিকল্প নেই || মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের কোনো বিকল্প নেই – মজিবুর রহমান মঞ্জু || মানবাধিকার প্রতিষ্ঠায় শ্রমিকের মৌলিক অধিকার নিশ্চিত কর   গার্মেন্টস শ্রমিকদের বার্ষিক ইনক্রিমেন্ট ৯ শতাংশ দ্রুত কার্যকর করতে হবে || চট্টগ্রাম প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এরশাদ মজুমদারের ইন্তেকালে সিনিয়র জার্নালিস্ট ফোরামের শোক || শেখ হাসিনা, শেখ রেহানা, চৌধুরী জাফরুল্লাহ সরাফাত, চৌধুরী হাবিবুল্লাহ সরাফাত,  ডালিয়া চৌধুরীর ব্যাংক হিসাব তলব || আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সগীর আহমেদ আজাদ || নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত || সীতাকুণ্ড উপজেলার গ্রাম পুলিশের বিশেষ ট্রেনিং কর্মসূচি আইন শৃঙ্খলা সভা || আজ ঐতিহাসিক যশোর মুক্ত দিবস || সীতাকুণ্ড আগুন পুড়েছে ৭টি বসত ঘর || মরহুম আহমেদুর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট শুভ উদ্বোধন || প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত || সীতাকুণ্ডে মেধাবী শিক্ষার্থীর মাঝে তুলে দিল উপবৃত্তি || প্রেস কাউন্সিলের নতুন চেয়ারম্যান সাবেক বিচারপতি এ কে এম আবদুল হাকিম || যদি অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয় তবে বড় বিদ্রোহ হবে : জ্বালানি উপদেষ্টা || ‘এই পদ্মা এই মেঘনা’ গানের আবু জাফর আর নেই ||

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে অনলাইন নিউজ পোর্টালের একেবারে প্রাথমিক পর্যায়ে যারা অদম্য সাহস ও ঝুঁকি নিয়ে অনলাইন পত্রিকা সম্প্রচার করেন তাদের মধ্যে সাংবাদিক এম. আলী হোসেন অন্যতম ।২০১২ সাল থেকে www.banglapostbd.com নামে এই পত্রিকাটি তিনি নিয়মিত সম্প্রচার করে আসছেন।একই সঙ্গে তিনি দেশের প্রাচীণতম ও চট্টগ্রামের প্রথম ইপেপার সম্বলিত সাপ্তাহিক পূর্ব বাংলা [ www.purbobangla.net ও epapper.purbobangla.net ] সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

অসংখ্য সম্মামনা পদক প্রাপ্ত সংগঠক ও সাংবাদিক এম. আলী হোসেনের জন্মদিন আজকের এইদিনে। ১৯৭০ সালে ২২ নভেম্বর আনোয়ারা উপজেলার চুন্নাপাড়া গ্রামে এক সাধারণ মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহন করেন।ওই গ্রামের গোলজার সমিতির অর্থ সম্পাদক মরহুম আবদুল সাত্তার ও মরহুমা মাবিয়া খাতুনের পুত্র সাংবাদিক এম.আলী হোসেন। তাঁর জন্মদিনে আজ অসংখ্য ভক্তকুল, শুভাকাংখী ও স্বজনেরা নানানভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রসংগত এম.আলী হোসেন ২৭ বছরের অধিককাল সাংবাদিকতা পেশায় রয়েছেন। গত ১৫ বছর ধরে তিনি অনলাইন দৈনিক বাংলাপোস্টবিডিডটকম সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

দৈনিক নয়াবাংলায় আনোয়ারা প্রতিনিধি হিসেবে তাঁর সাংবাদিকতা জীবন শুরু। তিনি  পাক্ষিক দি ক্রাইম, সাপ্তাহিক মেহেদী, সাপ্তাহিক সমকণ্ঠ ও  জীবন্ত কাগজের প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘকাল। দৈনিক চট্টগ্রাম মঞ্চের চীফ রির্পোটারের দায়িত্ব পালনকালে ওই পত্রিকায় তিনি নিয়মিত “ঠান্ডা মিয়ার গরম কথা” নামে একটি কলাম লিখতেন। ওই কলামে সম সাময়িককালে আলোচিত- বিতর্কিত, তুমুল প্রচারিত মন্ত্রী-এমপি ও আমলারাই তার লেখায় পথ-মত ও দিক নির্দেশনা খুঁজে পেতেন। সাবেক ও বর্তমান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের নিয়ে তাঁর চুলছেড়া আলোচনা- সমালোচনা ও প্রশংসা ওই কলামে স্হান পেয়েছে। এদিকে সাংবাদিক এম. আলী হোসেন তাঁর জন্মস্হান আনোয়ারায় ডায়াবেটিক সমিতি গঠন করে ওই সমিতির মাধ্যমে ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠা করে এতদঞ্চলের রোগীদের সেবার সুযোগ করে দিয়েছেন ।

সাংবাদিক এম. আলী হোসেন ইতিপূর্বে মাদার তেরেসা পদকে ভুষিত হয়েছেন । স্বাধীন বাংলা কালচারাল ফাউন্ডেশন তাদের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ঢাকা  বিএমএ অডিটোরিয়াম হলে জনাকী্র্ণ সুধী সমাবেশে এ সম্মাননা স্বারক প্রদান করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সফল মন্ত্রী বাবু সতীশ চন্দ্র রায় এ সম্মাননা ক্রেষ্ট  সাংবাদিক এম. আলী হোসেনের হাতে তুলে দেন। সাংবাদিকতা ও স্বাস্হ্য সেবায় অসামান্য অবদানের জন্য তাকে এ সম্মাননা ক্রেষ্ট  প্রদান করা হয়।

 তিনি একজন নিবেদিত সংগঠক । তিনি অংসখ্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। তিনি বাংলাদেশ জাতীয় উন্নয়ন পরিষদ, জাতীয় অনলাইন প্রেসক্লাব, আনোয়ারা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন, চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাব, চট্টগ্রাম রোগী কল্যাণ সমিতি, রায়পুর ইউনিয়ন জনকল্যাণ সংস্হার সাবেক নির্বাচিত সভাপতি, রায়পুর ইউনিয়ন বহুমূখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উপদেষ্ঠাসহ  বিভিন্ন পদে বর্তমানে দায়িত্বরত ও পালন করে আসছেন। ইতিপূর্বে শেরে বাংলা এ কে ফজলুল হক, সাহিত্যিক আবুল ফজল, নজরুল পদকসহ ৩০টি সম্মাননা ক্রেষ্ট লাভ করেন তিনি।

শেয়ার করুনঃ