১৯ মে ২০২৪ / ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:১৭/ রবিবার
মে ১৯, ২০২৪ ৩:১৭ পূর্বাহ্ণ

বিশ্বের নিকৃষ্ট পাসপোর্টের দেশের তালিকায় চতুর্থ অবস্থানে পাকিস্তান

     

বিশ্বের চতুর্থ নিকৃষ্ট পাসপোর্টের দেশের তকমা পেল পাকিস্তান। গ্লোবাল সিটিজেনশিপ এবং রেসিডেন্স অ্যাডভাইজরি কোম্পানি হেনলি অ্যান্ড পার্টনার্সের রিপোর্ট অনুসারে, পাকিস্তানের নাগরিকরা এ বছরের জানুয়ারি পর্যন্ত ৩৫ দেশে প্রবেশের সুবিধা পেলেও বর্তমানে তা ৩৩ এ নেমে এসেছে।
বৃহস্পতিবার (১৯ জুলাই) দ্য নিউজ ইন্টারন্যাশনাল এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ সূচকে ২২০ মিলিয়নেরও অধিক জনসংখ্যার দেশ পাকিস্তান ২২৭টি দেশের মধ্যে ১০০ তম অবস্থানে রয়েছে।
লন্ডন-ভিত্তিক উপদেষ্টা সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্সের মতে, এ বছরের শুরুর দিকে পাকিস্তান সবচেয়ে খারাপ চারটি পাসপোর্টের দেশের মধ্যে স্থান পেয়েছে। অন্যদিকে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা দেওয়া ৫৭টি দেশের ভারত ৮০ তম অবস্থানে রয়েছে।
এদিকে, জাপানকে পিছনে ফেলে সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে ভালো পাসপোর্টের অধিকারি হিসাবে সূচকে এগিয়ে রয়েছে। তাদের নাগরিকদের ভিসা ছাড়াই ১৮৯ টি দেশে প্রবেশাধিকার সুবিধা পায়।
অন্যদিকে, সিঙ্গাপুরবাসীরা মোট ২২৭টির মধ্যে অন্তত ১৯৩টি দেশে ভিসা ছাড়াই যেতে পারে। প্রথাগতভাবে এশিয়া এ সূচকে আধিপত্য বিস্তার করেছে। কিন্তু ইউরোপও পিছিয়ে নেই। জার্মানি, ইতালি এবং স্পেন ভালো অবস্থানে রয়েছে। এ দেশগুলোর ১৯০টি দেশে ভিসা ছাড়াই প্রবেশাধিকা সুবিধা পায়।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য একসময় সূচকের শীর্ষে ছিল। বর্তমানে তাদের অবস্থান খানিকটা নিচের দিকে। তবে বর্তমানে ব্রিটেন এ সূচকে উন্নতি করেছে। এর বর্তমান অবস্থান চতুর্থ। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ১৮৩টি দেশে প্রবেশের সুবিধা নিয়ে অষ্টম অবস্থানে আছে।
উল্লেখ্য, ২০০৬ সালে ভ্রমণকারীদের জন্য ভিসা-মুক্ত দেশের গড় সংখ্যা ছিল ৫৮। বর্তমানে বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে ১০৯-এ দাঁড়িয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply