১৮ মে ২০২৪ / ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:২৪/ শনিবার
মে ১৮, ২০২৪ ৫:২৪ অপরাহ্ণ

বাল্যবন্ধুর দোকানে মিষ্টি খেলেন রাষ্ট্রপতি

     

বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন,  বাংলাদেশের রাষ্ট্রপতি। শৈশব কেটেছে পাবনা শহরের অলি গলিতে। বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে। কখনো বা স্কুল ফাঁকি দিয়েও। ময়রার দোকানে বসে মিষ্টি খেতে খেতে গপ্পমপ্প করেও অনেক সময় পার করেছেন তিনি। বহু বছরের পুরনো স্মৃতি। তিনি আজ বাংলাদেশের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসেবেই  পাবনায় আসছেন তিনি। দেশের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন। কিন্তু ভুলে যাননি বাল্য বন্ধুদের। তাই চলে এসেছেন শৈশবের স্মৃতি রোমন্থনে। মনে রেখেছেন অনেক স্মৃতি। তাইতো ময়রার দোকানে এসেছেন মিষ্টি খেতে। লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার। মালিকের নাম লাবু। শহরের ভেতরেই ব্যস্ততম দোকান। আব্দুল হামিদ রোড।

দোকানে ঢুকলেন। বাল্যকালের স্মৃতিভরা দোকানে একটু বসলেন। রাষ্ট্রপতি মিষ্টি খেলেন। সফর সঙ্গীদেরকেও খাওয়ালেন। তিনি সবাইকে স্মরণ করিয়ে দিলেন, মানুষ বড় হয়েও ছোটবেলার বন্ধুদের ভুলে না।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply