২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:৩১/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৪:৩১ অপরাহ্ণ

সীতাকুণ্ডে মানবিক সংগঠন আলো’র ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

     

 

নাছির উদ্দিন সীতাকুণ্ড

সীতাকুণ্ডে মানবিক উন্নয়ন সংগঠন আলো’র ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়েছে। ২০ মার্চ বিকাল ৪ ঘটিকায় সীতাকুণ্ড পৌরসভা মিলনায়তনে আলো‘র ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে হত-দরিদ্র, সুবিধা বঞ্চিত, প্রতিবন্ধী এবং শিক্ষার্থীদের মাঝে খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে পৌরসভা হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সাপ্তাহিক বহমান বাংলা’র স¤পাদক সংগঠনের সদস্য কবি মোঃ আতাউল হাকিম আরিফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম সাদেক এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ বদিউল আলম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ হারুন উর রশীদ। সভায় আরো বক্তব্য রাখেন অভিনেতা (চলচ্চিত্র ও নাটক) মোঃ সাজ্জাদ হোসেন ভূঁইয়া, সংগঠনের সদস্য প্রধান শিক্ষক সালাউদ্দিন হাসান, সহ-সভাপতি ইব্রাহিম বাবুল, স্বাস্থ্য-ক্রীড়া সম্পাদক হেলাল উদ্দিন, সুরাঙ্গন খেলাঘরের সাধারণ স¤পাদক মুন্নী সেন, বারামখানার সাধারণ সম্পাদক সংগীত শিল্পী দীপংকর চক্রবর্তী দীপ্ত, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলা সম্পাদিকা- আনসারা বেগম, সদস্য জাহেদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, স্বপ্না রানী দাশ, কনিকা চক্রবর্তী ও সহকারী শিক্ষক ফরহাদ আহমেদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ বদিউল আলম বলেন, সীতাকুণ্ডে মানবিক উন্নয়ন সংগঠন আলো‘ বরাবরই ব্যতিক্রম। সংগঠনটি পিছিয়ে থাকা জনগোস্টী তথা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে তাদের কার্যক্রম পরিচালনা করে। আমি মানবিক উন্নয়ন সংগঠন আলো’র বৃহত্তর উন্নতি ও সফলতা কামনা করি। অনুষ্ঠান শেষে হত-দরিদ্র ও বিশেষ চাহিদা স¤পন্ন ব্যক্তিদের মাঝে ২০ কেজি করে খাদ্য সামগ্রী এবং প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply