১৮ মে ২০২৪ / ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:০৬/ শনিবার
মে ১৮, ২০২৪ ৪:০৬ অপরাহ্ণ

লঘুচাপ নিম্নচাপে পরিণত, প্রভাব পড়বে না বাংলাদেশে

     

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপ শেষে নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এটি উপকূল থেকে অনেক দূরে অবস্থান করায় বাংলাদেশে এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

ভারতের আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার সকালে এক বুলেটিনে জানিয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এটি শ্রীলঙ্কার উপকূল ছুঁয়ে ভারতের স্থলভাগে প্রবেশ করবে।

আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিয়া জাগো নিউজকে জানান, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গ এবং কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এটি আগামী ৪৮ ঘণ্টায় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কার উপকূল ছুঁয়ে ভারতের উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিয়া জাগো নিউজকে জানান, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গ এবং কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এটি আগামী ৪৮ ঘণ্টায় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কার উপকূল ছুঁয়ে ভারতের উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে।সবটুকু জানতে ক্লিক করুন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply