১৮ মে ২০২৪ / ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:০৯/ শনিবার
মে ১৮, ২০২৪ ২:০৯ অপরাহ্ণ

শাবিপ্রবি ভিসিকে দুঃখ প্রকাশ করতে বললেন শিক্ষামন্ত্রী

     

দিনব্যাপী উদ্বেগ-উৎকণ্ঠার পর শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানালেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের অপসারণ বিষয়ে শিক্ষার্থীদের সব বক্তব্য রাষ্ট্রপতির কাছে তিনি তুলে ধরবেন। যেহেতু রাষ্ট্রপতিই উপাচার্যের নিয়োগ বা অপসারণের সিদ্ধান্ত দেন। পরে সন্ধ্যা ৭ টার দিকে তিনি শাবিপ্রবি ক্যাম্পাসের গোল চত্বরে উপস্থিত হয়ে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে একই কথা বলেন। পরে শিক্ষামন্ত্রী ভিসির ভবনে শিক্ষকদের সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বৈঠকে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে দুঃখপ্রকাশ করতে বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম।

শাবিপ্রবি কোষাধ্যক্ষ আরও বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি আমাদের বিশ্ববিদ্যালয় দিবস। আর এ দিবসের আগেই বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য শাবি উপাচার্যকে বলেছেন শিক্ষামন্ত্রী।

এর আগে কড়া নিরাপত্তার সঙ্গে ভিসি ক্যাম্পাসে তার বাসভবন থেকে বের হয়ে গাড়ি যোগে অফিস কনফারেন্স রোমে পৌঁছান। মূলত শিক্ষার্থীদের আন্দোলনসহ ২৫ দিন পর তিনি তার বাসভবন থেকে বের হলেন। মুখে মাস্ক পরা অবস্থায় তিনি স্বাভাবিকভাবেই তার গাড়িতে করে গিয়ে সভায় যোগ দেন।

sylhet-office-(11.2.2022)-0

শুক্রবার সিলেট সার্কিট হাউজে চার ঘণ্টাব্যাপী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বৈঠক হয় শাবিপ্রবি আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে। পরে সন্ধ্যায় বৈঠক শেষে মন্ত্রী এই কথা জানান।

তিনি জানান, শিক্ষার্থীদের সব দাবি বিবেচনায় নিয়ে যত দ্রুত সম্ভব বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিও দ্রুত স্বাভাবিক করার পদক্ষেপ নেওয়া হবে। বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা শেষে মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে সার্কিট হাউস থেকে রওনা দেন।

এর আগে বেলা ৩ টায় সিলেটের সার্কিট হাউসে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষার্থীরা মোট আটটি দাবি তুলে ধরেন। পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র শাহরিয়ার আবেদীন বৈঠকে বসার আগে তাদের আট দফা দাবির কথা জানান।

সেগুলো হচ্ছে-উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ, ক্লাস-পরীক্ষা চালু, শিক্ষার্থীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার, আড়াই শতাধিক শিক্ষার্থীর বন্ধ থাকা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট চালু করা, পুলিশের গুলিতে আহত শিক্ষার্থী সজল কুণ্ডকে এককালীন আর্থিক সহযোগিতা দেয়া ও তার জন্য নবম গ্রেডের চাকরি নিশ্চিত করা, মুহম্মদ জাফর ইকবাল ও ইয়াসমিন হককে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া, সব বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বাজেট বাড়ানো, পরীক্ষা পদ্ধতিতে কোডিং সিস্টেম কার্যকর করা, শিক্ষক নিয়োগে পিএইচডি ও ডেমো ক্লাসের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চালু করা।সবটুকু জানতে এখানে ক্লীক করুন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply