২৮ এপ্রিল ২০২৪ / ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:৫৬/ রবিবার
এপ্রিল ২৮, ২০২৪ ১১:৫৬ অপরাহ্ণ

১ লাখ ৮০ হাজার মুক্তিযোদ্ধার খসড়া তালিকা প্রকাশ

     

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের একটি খসড়া তালিকা প্রকাশ করেছে। এতে সারা দেশে ১ লাখ ৮০ হাজার মুক্তিযোদ্ধার নাম রয়েছে। চলমান যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্যেই এই তালিকা প্রকাশ করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই তালিকা সম্পর্কে যদি যৌক্তিক কারো কোনো আপত্তি থাকে, তবে তা বিবেচনায় নিয়ে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার উদ্দেশ্যেই এই খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। যে কেউ আগামী ১৫ মার্চের মধ্যে যে কোনো যৌক্তিক আপত্তি প্রদান করতে পারবেন।

আগামী ২৬ মার্চ বা স্বাধীনতা দিবসের আগেই মন্ত্রণালয় চূড়ান্ত নির্ভুল তালিকা প্রকাশ করতে চায়। ইতিপূর্বে প্রায় প্রতিটি সরকারের আমলেই মুক্তিযোদ্ধারে তালিকা প্রণয়ন ও কাউকে বাদ দেওয়া, কাউকে অন্তর্ভুক্ত করার ঘটনা ঘটেছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply