১৭ মে ২০২৪ / ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:২২/ শুক্রবার
মে ১৭, ২০২৪ ৪:২২ অপরাহ্ণ

লামা পৌর নির্বাচন: ৯ কেন্দ্রে বেসরকারি ফলা ফল, নৌকা-৯০৪০৫, ধানের শীষ-১০৬৫

     

শান্তিপূর্নভাবে শেষ হলো ভোট
সংবাদদাতা লামা
লামা পৌরসভা নির্বাচন শান্তিপুর্নভাবে সম্পন্নহলো। সাধারণ ভোটারসহ প্রার্থীর প্রতিনিধিরা জানান, সুন্দর-শান্তিপুর্ন পরিবেশে ভোট গ্রহন শেষ হলো। এজেন্টদের তথ্যানুযায়ী নৌকা প্রতীকে মো: জহিরুল ইসলাম-৯ কেন্দ্রে ৯০৪০৫ ভোট পেয়েছেন। ধানের শীষ পেয়েছেন এক হাজার ৬৫ ভোট। পৌরবাসী সকাল থেকে সারিবদ্ধ-লাইনে দাঁড়িয়ে তাদের পঁছন্দের প্রার্থীদের প্রতীকে ভোট দেন। প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিষ্টেট এর উপস্থিতিতে ভোট গ্রহন হওয়ায়, সাধারণ ভোটাররা নির্ভয়ে ভোট দেন। তবে ভোট শেষের আগ মূুহুর্তে বিএনপি প্রার্থীর পক্ষে পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: আরিফ চৌধুরী সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এদিকে লামা উপজেলা বিএনপি সভাপতি আ: রব সংবাদ সম্মেলন বা ভোট বর্জনের ঘোষণা সম্পর্কে কিছু জানেন না বলে জানান।
কয়েকটি ওয়ার্ডে পর্যবেক্ষণকালে সাধারণ ভোটারদের অনুভূতি ছিল এমন, নিকট অতীতে এধরণের নজির বিহীন নিরাপত্তায় নিরপেক্ষ ভোট আর হয়নি। সাধারণ ভোটার উৎসাহ-উদ্দীপনার মাঝে ভোট দিতে পেরেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নৌকা প্রতীকের প্রার্থী মো: জহিরুল ইসলাম ৮ হাজার দু’শ্ বায়ান্ন ভোটে এগিয়ে আছেন। কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন, ১নং ওয়ার্ডে মো: বশীর, ২ নং- মোহাম্মদ হোসেন বাদশা, (বিনাপ্রতিদ্বন্ধিতায়) ৩ নং- মো: সাইফুদ্দিন, ৪ নং- মো: রফিক (বিনাপ্রতিদ্বন্ধিতায়), ৫ নং- আলী আহম্মদ, ৬ নং- মমতাজুল ইসলাম, ৭ নং মো: কামাল উদ্দিন, ৮ নং- মো: ইউছুপ, ৯ নং ওয়ার্ডে উশৈথোয়াই মার্মা। সংরক্ষিত ১,২,৩ শাকেরা বেগম, ৪,৫,৬ নং মরিয়ম বেগম ও ৭,৮, ৯ এ জাহানারা বেগম।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply