১৪ মে ২০২৪ / ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:১৭/ মঙ্গলবার
মে ১৪, ২০২৪ ৫:১৭ অপরাহ্ণ

বাঘাইছড়িতে প্রতিপক্ষের ব্রাশ ফায়ারে জেএসএস সংস্কারপন্থী নিহত

     

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের পাকুইজ্জাছড়ি এলাকায় জেএসএস(সন্তু) দলের গুলিতে রতন ওরফে ধিমান চাকমা (৩৫) নামে জেএসএস(সংস্কার)দলের একজন নিহত হয়েছেন। সে পাকুইজ্জাছড়ি এলাকার বৌদ্ধ মঙ্গল চাকমার ছেলে। এই ঘটনায় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।

রবিবার রাত ২টার সময় নিজ বাড়ীতে রতন প্রিয় ধিমান চাকমাকে উদ্দেশ্য করে পায় ৩৫/৪০ রাউন্ড গুলিবিবর্ষন করে সন্ত্রাসীরা এতে ঘটনা স্থলেই বিমান চাকমা মারা যায়।

স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত রতন চাকমা ধিমান চাকমা নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চারমার বডিগার্ড গতকাল সন্ধায় ছুটিতে বাড়ী এসেছিলেন।

বাঘাইছড়ি থানার ওসি আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,আমরা নিহতের মরদেহটিকে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে প্রেরণ করার প্রক্রিয়া চালাচ্ছি।

বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা এলাকাটি ঘিরে তল্লাশি চালাচ্ছে। বাঘাইছড়ি উপজেলায় গত দুই বছরে এধরনের সন্ত্রাসী হামলায় প্রায় ১৫ জন নিহতের ঘটনা ঘটে। মামলা হলেও দূর্গম অঞ্চল হওয়ায় মূলহোতারা ধরাছোঁয়ার বাইরেই রয়ে যায়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply