১ মে ২০২৪ / ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:১৫/ বুধবার
মে ১, ২০২৪ ১১:১৫ অপরাহ্ণ

আনোয়ারায় বাড়িওয়ালার কুপ্রস্তাব, থানায় অভিযোগ

     

রানা সাত্তার আনোয়ারা থেকে
আনোয়ারায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক ভাড়াটিয়া নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে বাড়িওয়ালা জালালের বিরুদ্ধে।
গত শনিবার সকালে উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামের জালাল কলোনিতে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় বাড়িওয়ালা জালাল শাহ (৪৫) বিরুদ্ধে শনিবার সন্ধ্যায় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী।
ভুক্তভোগী খুরশিদা আকতারের অভিযোগ, ১১ মাস আগে জালাল কলোনিতে ভাড়াটিয়া হিসেবে উঠেন তিনি ও তার স্বামী শাহাদত হোসেন।
বাসায় উঠার পর থেকে স্বামীর অনুপস্থিতিতে প্রায় সময় খুরশিদাকে কুপ্রস্তাব দিতেন জালাল।সময় -অসময়ে তার কাছে যেতে বাড়িওয়ালা জালাল। খুরশিদা বিষয়টি আচ করতে পেরে তার স্বামী শাহাদতকেও জানান। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল ১০টার দিকে স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে বাড়িওয়ালা জালাল বাসার দরজায় বার বার টোকা দিতে থাকেন। এক পর্যায়ে খুরশিদা দরজা খুলে কী সমস্যা জানতে চাইলে, জালাল ঘরে ঢুকে কুপ্রস্তাব দেন আবারো।
এতে খুরশিদা বাধা দিলে বাড়িওয়ালা ক্ষিপ্ত হয়ে টাকা পাওয়ার অজুহাতে ওই নারীর শ্লীলতাহানির চেষ্টা করে।
বাড়িওয়ালা জালালের সঙ্গে মুঠোফোনে জানতে চাইলে তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, কলোনির দুই ভাড়াটিয়ার মধ্যে সবসময় ঝগড়া লাগে। বিষয়টি মীমাংসার জন্য আমি এগিয়ে যাই। পরে তাদের অবস্থা বেগতিক দেখে আমি চলে আসি। এখানে অন্য ভাড়াটিয়ারাও উপস্থিত ছিলেন।এদিকে অভিযোগে উল্লেখিত খুরশিদা আক্তারের মোবাইল নাম্বারে ( ০১৮৬৫ ৯৭ ২৫ ৫৩) ফোন করলে খুরশিদা আক্তারের স্বামী  শাহাদত হোসেন ফোন রিসিভ করে ঘটনা সত্য বলে দাবী করেন। শাহাদত হোসেন জেলে থাকার সুযোগে তার স্ত্রী বাপের বাড়ীর কাছেই খুরশিদা থাকত বলে সে জানায়।
তারা দেখেছেন আমি ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে ঘরে ঢুকেছি কি না। সেখানে তার বোনও ছিলেন তারা তো আর মিথ্যা কথা বলবে না।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ আমাদের প্রতিনিধিকে বলেন, এক নারী জালালের বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

About The Author

শেয়ার করুনঃ

অবৈধ ব্যাটারী রিকশা বন্ধ না করে প্যাডেল রিকশা বন্ধ করার গভীর ষড়যন্ত্র রুখে দিতে হবে চট্টগ্রাম মহানগরী রিক্সা মালিক চালক ঐক্য পরিষদের এক সভা আজ সন্ধ্যা ৭ টায় লালখান বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহŸায়ক আব্দুল কাদের মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন হাজারী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা বাবু টিটু মহাজন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল জাহেদ জসিম, রিকশা মালিক পরিষদের সভাপতি মুহাম্মদ খুরশিদ আলম। সভায় বক্তারা বলেন, প্রশাসন উচ্চ আদালতের রায়কে অমান্য করে অবৈধ ব্যাটারী চালিত রিকশা বন্ধ না করে প্যাডেল রিকশা বন্ধ করার যে পাঁয়তারা চালাচ্ছে তা আগামী দিনে চট্টগ্রাম মহানগরী থেকে রিকশা উচ্ছেদের এক গভীর ষড়যন্ত্র। তাই আগামী দিনে চট্টগ্রাম মহানগরীর রিকশা মালিকদের এক প্রতিনিধি সভার ডাক দিয়ে পরবর্তী আন্দোলনের কর্মসূচি গ্রহণ করে এ ধরণের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। বক্তারা আরও বলেন, প্রশাসন উচ্চ আদালতের রায়কে অমান্য করে চট্টগ্রাম মহানগরীতে অবৈধ ব্যাটারী চালিত রিকশা চলাচলে পরোক্ষভাবে সহযোগিতা করছে। আগামীতে এধরণের কর্মকাÐ রুখে দিতে আমরা আবারও উচ্চ আদালতের শরণাপন্ন হতে বাধ্য হব। তাই সময় থাকতে এ ধরণের অবৈধ ব্যাটারী চালিত রিকশা বন্ধ করার জন্য প্রশাসনের নিকট উদাত্ত আহŸান জানাচ্ছি। সভায় আরও বক্তব্য রাখেন-মহানগরী রিকশা মালিক পরিষদের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক তসলিম কোম্পানী, মোঃ করিম কোম্পানী, মোখলেচুর রহমান, সিটি রিকশা মালিক পরিষদের সদস্য মোঃ সোহাগ, মোঃ মহিবুল্লাহ, লিটন দাশ, মুহাম্মদ সোলায়মান প্রমুখ। অবৈধ ব্যাটারী রিকশা বন্ধ না করে প্যাডেল রিকশা বন্ধ করার গভীর ষড়যন্ত্র রুখে দিতে হবে চট্টগ্রাম মহানগরী রিক্সা মালিক চালক ঐক্য পরিষদের এক সভা আজ সন্ধ্যা ৭ টায় লালখান বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহŸায়ক আব্দুল কাদের মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন হাজারী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা বাবু টিটু মহাজন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল জাহেদ জসিম, রিকশা মালিক পরিষদের সভাপতি মুহাম্মদ খুরশিদ আলম। সভায় বক্তারা বলেন, প্রশাসন উচ্চ আদালতের রায়কে অমান্য করে অবৈধ ব্যাটারী চালিত রিকশা বন্ধ না করে প্যাডেল রিকশা বন্ধ করার যে পাঁয়তারা চালাচ্ছে তা আগামী দিনে চট্টগ্রাম মহানগরী থেকে রিকশা উচ্ছেদের এক গভীর ষড়যন্ত্র। তাই আগামী দিনে চট্টগ্রাম মহানগরীর রিকশা মালিকদের এক প্রতিনিধি সভার ডাক দিয়ে পরবর্তী আন্দোলনের কর্মসূচি গ্রহণ করে এ ধরণের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। বক্তারা আরও বলেন, প্রশাসন উচ্চ আদালতের রায়কে অমান্য করে চট্টগ্রাম মহানগরীতে অবৈধ ব্যাটারী চালিত রিকশা চলাচলে পরোক্ষভাবে সহযোগিতা করছে। আগামীতে এধরণের কর্মকাÐ রুখে দিতে আমরা আবারও উচ্চ আদালতের শরণাপন্ন হতে বাধ্য হব। তাই সময় থাকতে এ ধরণের অবৈধ ব্যাটারী চালিত রিকশা বন্ধ করার জন্য প্রশাসনের নিকট উদাত্ত আহŸান জানাচ্ছি। সভায় আরও বক্তব্য রাখেন-মহানগরী রিকশা মালিক পরিষদের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক তসলিম কোম্পানী, মোঃ করিম কোম্পানী, মোখলেচুর রহমান, সিটি রিকশা মালিক পরিষদের সদস্য মোঃ সোহাগ, মোঃ মহিবুল্লাহ, লিটন দাশ, মুহাম্মদ সোলায়মান প্রমুখ।

Leave a Reply