১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:০০/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ২:০০ পূর্বাহ্ণ

আনোয়ারায় বাড়িওয়ালার কুপ্রস্তাব, থানায় অভিযোগ

     

রানা সাত্তার আনোয়ারা থেকে
আনোয়ারায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক ভাড়াটিয়া নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে বাড়িওয়ালা জালালের বিরুদ্ধে।
গত শনিবার সকালে উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামের জালাল কলোনিতে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় বাড়িওয়ালা জালাল শাহ (৪৫) বিরুদ্ধে শনিবার সন্ধ্যায় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী।
ভুক্তভোগী খুরশিদা আকতারের অভিযোগ, ১১ মাস আগে জালাল কলোনিতে ভাড়াটিয়া হিসেবে উঠেন তিনি ও তার স্বামী শাহাদত হোসেন।
বাসায় উঠার পর থেকে স্বামীর অনুপস্থিতিতে প্রায় সময় খুরশিদাকে কুপ্রস্তাব দিতেন জালাল।সময় -অসময়ে তার কাছে যেতে বাড়িওয়ালা জালাল। খুরশিদা বিষয়টি আচ করতে পেরে তার স্বামী শাহাদতকেও জানান। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল ১০টার দিকে স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে বাড়িওয়ালা জালাল বাসার দরজায় বার বার টোকা দিতে থাকেন। এক পর্যায়ে খুরশিদা দরজা খুলে কী সমস্যা জানতে চাইলে, জালাল ঘরে ঢুকে কুপ্রস্তাব দেন আবারো।
এতে খুরশিদা বাধা দিলে বাড়িওয়ালা ক্ষিপ্ত হয়ে টাকা পাওয়ার অজুহাতে ওই নারীর শ্লীলতাহানির চেষ্টা করে।
বাড়িওয়ালা জালালের সঙ্গে মুঠোফোনে জানতে চাইলে তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, কলোনির দুই ভাড়াটিয়ার মধ্যে সবসময় ঝগড়া লাগে। বিষয়টি মীমাংসার জন্য আমি এগিয়ে যাই। পরে তাদের অবস্থা বেগতিক দেখে আমি চলে আসি। এখানে অন্য ভাড়াটিয়ারাও উপস্থিত ছিলেন।এদিকে অভিযোগে উল্লেখিত খুরশিদা আক্তারের মোবাইল নাম্বারে ( ০১৮৬৫ ৯৭ ২৫ ৫৩) ফোন করলে খুরশিদা আক্তারের স্বামী  শাহাদত হোসেন ফোন রিসিভ করে ঘটনা সত্য বলে দাবী করেন। শাহাদত হোসেন জেলে থাকার সুযোগে তার স্ত্রী বাপের বাড়ীর কাছেই খুরশিদা থাকত বলে সে জানায়।
তারা দেখেছেন আমি ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে ঘরে ঢুকেছি কি না। সেখানে তার বোনও ছিলেন তারা তো আর মিথ্যা কথা বলবে না।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ আমাদের প্রতিনিধিকে বলেন, এক নারী জালালের বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply