২ মে ২০২৪ / ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১০:১৩/ বৃহস্পতিবার
মে ২, ২০২৪ ১০:১৩ অপরাহ্ণ

মুস্তাক মুহাম্মদ এর শশীলতা কবিতাগুচ্ছ-১৩

     

 

এক ফাগুনে আগুন জ্বাললে

শশীলতা তুমি বুঝলে না

জীবন গেলো তবু তোমার মান ভাঙলো না।

নিঠুর কেনো প্রিয়তমা

দরদী বুকটা কোথায় গেলো!

বিরহ জ্বালা এমন জ্বালা

জ্বলে তবু পুড়ে শেষ হয় না।

যে আগুনে জ্বাললে তুমি নিরবে

এক ফাগুনে আমার খুন করলে এভাবে।

০১/০৬/২০১৭, বাঁকড়া পাঁচপোতা, যশোর।

প্রতিদান

শশীলতা তোমার অভিমান হলেও

স্বর্গের সুখ পেতাম

কিন্তু স্পষ্টত অবহেলা

ঘৃণা  বিদ্বেষে ভরা ।

এটাও কম কিসে বলো –

ভালোবাসারইতো প্রতিদান।

তারিখ: ০৫/০৬/২০১৭,

বাঁকড়া পাঁচপোতা, যশোর।

 

পথিক পথহারা হবে

শশীলতা আমি এসেছিলাম

তোমার ঝরণার ধারার সময়!

এসেই মুগ্ধ আমি!

দুচোখ করেছি দান-

নিজেকে করেছি তোমাতে লীন।

বুঝেনি- কঠিন পাথরের বুকে

কেনো ঝরণা ধারা।

যে হৃদয় বুঝেনি কখনো-

অধরাই রয়ে গেলো!

শশীলতা কঠিন বুকে

এমন ধারা ধরলে

সব পথিকই পথহারা হবে নিশ্চিত।

তারিখ: ০৬/০৬/২০১৭,

বাঁকড়া পাঁচপোতা, যশোর।

 

তোমাকে খুঁজি

শশীলতা সত্যি তুমি অনন্য।

পথিককে পথ দেখায়ে নিলে গভীর অরণ্যে

সেখানে লুকোচুরি খেলতে খেলতে

কখন যে হারায়ে গেলে বুঝতেও পারিনি-

এখনো খুঁজি তোমাকে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply