২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:১৮/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৫:১৮ পূর্বাহ্ণ

সতর্ক সংকেত

     

রাহাত ভাই ,,.
,
নীল জামাটা পড় না আজ?
আকুতি ভরা মায়াবী সুরে প্রেয়সী র উক্তি!
তার মুখ পানে চেয়ে প্রত্যুত্তরে কিছুই
বলিনি আমি।
আলমারীর তাকে তাকে সাজানো হরেক রংঙের জামা,
বান্ধবীর চুলে বিলিকাটা উকুনের মতই আঙ্গুল চলে ;
হলুদ একটা জামার সন্ধানে, পেয়েও যায়,
বলে–এটা পড়!
,
হলুদ রংঙের,,
হলুদ রং মানে–কোন অশুভর সতর্ক সংকেত,
হলুদ কার্ড দেখালে আমায়।
আমার প্রত্যুত্তরে বিস্মিত ভাব তার চোঁখে-মুখে।
যেন বসন্তের আকাশে শ্রাবণ মেঘের আবির্ভাব।
,
ড্রয়ার খুলে কালো একটা জামা নিয়ে আসে,
অস্ফুট হাসির একটা রেখা টেনে বলে–
এটা !
এটা- শোক সন্তপ্ত, মর্মাহত, ব্যথিত চিত্তের বহিপ্রকাশ।
ভ্রু কুচকে অশনি সংকেত শুনার মত চমকে উঠে- প্রেয়সী আমার।
তাড়াহুড়ো করে জামাটা যথাস্থানেই রেখে আসে।
,
রংঙের এই বিচিত্র প্রতিকী সংকেত শুনে ;বিমূর্ত বধু।
লাল জামাটার গায় কোমল হাতের স্পর্স বুলিয়ে,
প্রশ্ন করে- আর এটা,এটা কিসের সংকেত।
এটা,মহাপ্রলয়ের ধ্বংস যজ্ঞ, মহাবিপদ সংকেত।
কাননে সাজানো ফুল বাগানে ঝড়ের আবির্ভাব।
,
আলমারীর ভাঙা কাঁচের দরজা খোলাই ছিল,
উলট-পালট করে তাকে তাকে সাজানো সব জামা কাপর।
অবশেষে -শরতের আকাশের শুভ্রমেঘের মত,
ধবধবে সাদা একটা পুরোনো জামা জড়িয়ে বলল,
বিচিত্র মানুষের,বিচিত্র রংঙের মানে খুঁজে, প্রাণে আর ব্যাথা পেতে চাই না।
আমি গাঁয়ের সহজ সরল মেয়ে।
কর জোরে মুখ চেপে ধরে আমার।
শত চেষ্টা করেও পারিনি বলতে তাকে,
সাদা –শান্তির প্রতীক,মীমাংসা সন্ধি চুক্তি, ঘাত-প্রতিঘাতের অবসান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply